
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 56
551. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
- আনন্দ বিহার
- নালন্দা বিহার
- গোসিপো বিহার
- সোমপুর বিহার
552. বাংলাদেশের কোন দুটি স্থান UNICEF WORLD HERITAGE এর অন্তর্ভুক্ত ?
- টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন
- কক্সবাজার ও কুয়াকাটা সৈকত
- লালমাই ও ময়নামতি
- মহাস্থানগড় ও পাহাড়পুর
553. বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কতটি স্থান অন্তর্ভুক্ত আছে?
- ৩ টি
- ৪ টি
- ৫ টি
- ৬ টি
554. কোন সংগঠন ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘোষণা করেছে ?
- WTO
- WHO
- UNEP
- UNESCO
555. দুবলার চর’ কোথায় অবস্থিত ?
- সেন্টমার্টিনে
- সুন্দরবনের দক্ষিন উপকূলে
- ভোলা জেলায়
- মাধবকুণ্ডের পাশে
556. নিচের কোন ভূমিরুপটি বাংলাদেশে পাওয়া যায় না ?
- মালভূমি
- প্লাবন সমভূমি
- পাহাড়
- দ্বীপ
557. নদীর তীরবর্তী শহর-বন্দর নিম্নের কোনটি সঠিক ?
- শিলাইদহ-মেঘনা
- চালনা-যমুনা
- সারদা-পদ্মা
- ঠাকুরগাঁও-পশুর
558. ঢাকা-কোলকাতা সরাসরি যাতায়াতকারী ট্রেনটির নাম কি ?
- সৌহার্দ্য এক্সপ্রেস
- মৈত্রী এক্সপ্রেস
- সমঝোতা এক্সপ্রেস
- সম্প্রীতি এক্সপ্রেস
559. বেসরকারীভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমান চলাচল সংস্থার নাম –
- GMG Airlines
- Air Parabat
- Aero Bengal
- South Korea
560. বাংলাদেশের রেলওয়ে সদর দফতর কোথায় ?
- ঢাকা
- চট্টগ্রাম
- ঈশ্বরদী
- পার্বতীপুর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 55
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 57
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 58