
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 15
141. তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত?
- গাজীপুর
- ঢাকা
- চট্টগ্রাম
- সিলেট
142. জলবসন্তের জীবাণুর নাম কি ?
- Rubella
- Vibrio
- Varicella
- Rubiola
143. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
- মস্কো
- মেক্সিকো সিটি
- লসএঞ্জেলেস
- আটলান্টা
144. বাংলাদেশের সিটি এলাকার ক্ষুদ্রতম প্রশাসনিক একক কি ?
- গ্রাম
- মহল্লা
- ইউনিয়ন
- ওয়ার্ড
145. বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?
- 51
- 53
- 54
- 57
146. বাংলাদেশের হাতে লেখা সংবিধানের অলংকার করেন কে?
- আব্দুর রউফ
- কামরুল হাসান
- নিতীন কুন্ডু
- জয়নুল আবেদীন
147. ময়মনসিংহ এর গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্থির প্রকৃত নাম-
- কান্দি
- মান্দি
- নান্দি
- তান্দি
148. বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা কত বছর?
- ৬০ বছর
- ৬৭ বছর
- ৬৫ বছর
- ৬২ বছর
149. বাংলাদেশ টেলিভিশনের প্রথম শিল্পীর নাম কি?
- ফেরদৌস ওয়াহিদ
- ফেরদৌসি রহমান
- আলতাফ মাহমুদ
- আফজাল হোসেন
150. কোন বাংলাদেশী উপজাতীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
- গারো
- মারমা
- খাসিয়া
- সাঁওতাল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।