📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

উচ্চ মাধ্যমিক এইচএসসি ইংরেজি ২য়পত্র : Tag questions

Tag Question

প্রায় প্রতিবছরই Tag question থেকে ভর্তিপরীক্ষায় প্রশ্ন আসে।এটি বেশ সহজ।সামান্য চর্চা করলেই আয়ত্তে আনা সম্ভব।
Tag question ব্যবহার করা হয়, যখন বক্তা কোন একটা বিষয় নিয়ে সম্পুর্ণ নিশ্চিত নয় এবং তাই সে তার statement এর সাথে শ্রোতাকে একটি প্রশ্ন জুড়ে দেয়। যেমনঃ I think Sunil will not come, will he? speaker এখানে sure নন Sunil আসবে কি আসবে না তা নিয়ে, তাই সে শ্রোতার মতামত জানতে চাইছে।
এবার কয়েকটি সাধারণ নিয়ম দেখা যাক tag question এর;

1. প্রধান বাক্যের Auxiliary Verb ই Tag Question এ ব্যবহার করতে হবে।যদি না থাকে তবে do,does,did ব্যবহার করতে হবে।
He plays cricket, doesn’t he?
এ বাক্যে কোন Auxiliary verb (is,am,are,will) নেই, তাই does not’ ব্যবহার করা হয়েছে।

2.যদি বাক্য positive থাকে তবে tag question এ negative, এবং যদি বাক্য negative থাকে তবে tag question এ positive রাখতে হবে।
This little boy is not guilty, is he?
এখানে বাক্যটি negative হওয়াতে tag question positive হল।

3.খুবই সাধারণ নিয়ম,tense বদলানো যাবেনা।

4.subject এর pronoun ব্যবহার করতে হবে,ব্যক্তি হলে he/she/I/you, বস্তু হলে this/that/it.
This is a very comfortable pillow, isn’t it?

 

এ কয়টি নিয়ম মেনে চললে অনেক tag question উত্তর করা সম্ভব। যেমনঃ

Q.Sohrab was a brave man, ________ ? (A unit; 2005-06)
অবশ্যই এখানে উত্তর হবে wasn’t he, আরেকটি দেখা যাক,

Q.It’s summer in Australia, ________ ? (A unit; 2001-03)
আর এটার উত্তর isn’t it হবে সেটা 2nd নিয়ম থেকেই বলা যায়।এবার আরও একটা,

Q.He always lags behind, _________ ? (B unit; 2002-03)
এবার কিছুটা সমস্যা হওয়ারই কথা!কারণ বাক্যটিতে কোন Auxiliary verb নেই যেটা দিয়ে tag question বানানো যাবে।তাই এখানে কিছুটা common sense এবং english sense ব্যবহার করতে হবে, option গুলো খেয়াল কর,

a. won’t he? b. can’t he? c.didn’t he? d.doesn’t he?

প্রথমে বাক্যটির tense খেয়াল কর, তাহলেই কাজ অনেক সহজ হয়ে যাবে।বাক্যটি রয়েছে present indefinite tense এ, কেননা ‘lag’ verb টির সাথে s’ যুক্ত হয়েছে যেটি কেবল present indefinite tense এই হয়।এখন 3rd নিয়ম মনে কর, যেটা বলছে tag question এর tense ,প্রধান বাক্যের tesne একই থাকবে।তাই আমরা বলতে পারি a. won’t he হবেনা কারন এটা future tense . একই ভাবে c.didn’t he? আমরা
incorrect বলতে পারি যেহেতু এটা past tense.

b. can’t he? এটা কি শুদ্ধ হবে?এখানে আপনাকে common sense এর পরিচয় দিতে হবে!প্রধান বাক্যের কোথাও কোন কিছু “পারা” এমন কথা বলা হয়নি, তাই can’t he সম্পুর্ণ অপ্রাসংগিক। অতএব correct answer হবে, d. doesn’t he?

tense এর নিয়ম অনুযায়ী বলুনতো এই প্রশ্নের উত্তরটা,
Q. You forgot my birthday, _________ ? (DU,B unit; 2002-03)
a. haven’t you b.didn’t you? c. aren’t you? d. wouldn’t you?
আমাদের past tense খুজতে হবে,সেটা আছে option b আর option d তে। wouldn’t you, কখনও উত্তর হবেনা কারন তাতে কোনো অর্থবহ বাক্য তৈরী করবেনা।তাই সঠিক option b. কয়েকটি উদাহরণ দেখে নিনঃ

1. You and I talked with that girl, didn’t we?
2. You won’t be leaving for another hour , will you?
3. You have two children, don’t you? (American English)
4. You have two children, haven’t you? (British English)
দুটোই ঠিক, তবে উভয় option থাকলে British টি preferable.

 

Special Examples:

  1. Let us go for a walk, shall we?

Imperative বাক্য বুঝালে tag question এর এই বিশেষ নিয়ম হয়, উভয় বাক্যই এখানে positive.

  1. Let us help them, shall we?
  2. Let me have a book, will you?
  3. Stop the noise, will you?
  4. Open the door, can you?

তাই যখনই বাক্যটি অনুরোধ বা প্রস্তাবমূলক হবে তখন এই বিশেষ উদাহরণগুলো মনে রাখতে হবে।
আরেকটি সমস্যা হয় যখন subject একটু different হয়,যেমনঃ
6. None can make it, can they?
7. Nobody went there, did they?
8. Anyone is qualified, are they?
9. Neither of them has gone, have they?
তাহলে যখন subject none,nobody,neither,anyone হবে তখন tag question এ they ব্যবহার করতে হবে,statement positive থাকলে positive ই রাখতে হবে tag question এ।
আর বাক্যে seldom,barely,hardly,scarcely থাকলে বুঝতে হবে এটা negative statement,তাই tag question এ not বসানো যাবেনা।এটা আরেকটা বিশেষ নিয়ম।
10.He barely wins here, does he?

ইংরেজী সকল অধ্যায় দেখতে এখানে যান

   
   

1 responses on "উচ্চ মাধ্যমিক এইচএসসি ইংরেজি ২য়পত্র : Tag questions"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved