বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 54

অণুজীব

বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 54

531. বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে ?

  1. আশকার ইবনে শাইখ
  2. সত্য সাহা
  3. জহির রায়হান
  4. আলী ইমাম

532. রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন –

  1. প্রেস অর্ডিন্যন্স
  2. নীল চাষ
  3. নীল কমিশন
  4. রাইফেল ব্যবহার

533. নিচের কোন ভাস্কর্যটির শিল্পী নিতুন কুন্ডু ?

  1. Shabash Bangladesh
  2. Shoparjito Shadhinota
  3. Oprajeyo Bangla
  4. Roktim Nithor

534. বেঙ্গল ফাউন্ডেশন’ কি ?

  1. আর্ট গ্যালারি
  2. আবাসিক এলাকা
  3. চিত্রকর্ম
  4. চলচ্চিত্র

535. হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক –

  1. রাজা রামমোহন রায়
  2. দেবেন্দ্রনাথ ঠাকুর
  3. মিসেস সরোজিনী নাইড়ু
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

536. সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন ?

  1. ব্রাহ্মণবাড়িয়া
  2. চট্টগ্রাম
  3. মুর্শিদাবাদ
  4. কলকাতা

537. বাদ্যযন্ত্র ‘সরোদ’ এর বর্তমান রূপ দেন –

  1. ওস্তাদ রবিশংকর
  2. ওস্তাদ আয়াত আলী খান
  3. ওস্তাদ গোলাম আলী
  4. ওস্তাদ আলাউদ্দিন খান

538. পৃথিবীর বিখ্যাত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করে যে বাঙালী সুনাম অর্জন করেছেন তিনি কে ?

  1. মৃনাল সেন
  2. হেমন্ত মুখোপাধ্যায়
  3. সত্যজিৎ রায়
  4. অশোক কুমার

539. অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ?

  1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. শেখ মুজিবুর রহমান
  3. শেরে বাংলা এ কে ফজলুল হক
  4. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

540. প্রথম বাংলাদেশী কোন চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত হয় ?

  1. শঙ্খনীল কারাগার
  2. মাটির ময়না
  3. তিনকন্যা
  4. সংশপ্তক

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline