
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 52
511. দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ঢাকায় কোন দেশের হাইকমিশন পুনরায় চালু করা হয়?
- ভারত
- আফগানিস্তান
- মালদ্বীপ
- পাকিস্তান
512. সাধারণ করমুক্ত আয়সীমা কত (জাতীয় বাজেট ২০১৫-১৬)?
- ২ লাখ ৭০ হাজার
- ২ লাখ ৪৫ হাজার
- ২ লাখ ৩৫ হাজার
- ২ লাখ ৫০ হাজার
513. ৭ জানুয়ারি ২০১৫ মালামাল আমদানি-রপ্তানির উদ্দেশ্যে কোন স্থান কে স্থল শুল্ক স্টেশন ঘোষণা করা হয়?
- সোনামসজিদ, চাঁপাই নবাবগঞ্জ
- বেনাপোল, যশোর
- পানগাঁও, ঢাকা
- পতেঙ্গা, চট্টগ্রাম
514. দেশের ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় স্থাপিত হচ্ছে?
- কালুরঘাট, চট্টগ্রাম
- বেনাপোল, যশোর
- মহেশখালী, কক্সবাজার
- হিলি, দিনাজপুর
515. শিল্পে অবদানের জন্য প্রবর্তিত পুরস্কারের নাম কি?
- রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার
- প্রধানমন্ত্রী শিল্প উন্নয়ন পুরস্কার
- বঙ্গবন্ধু শিল্প উন্নয়ন পুরস্কার
- জাতীয় শিল্প উন্নয়ন পুরস্কার
516. বর্তমানে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি?
- ৩৩ টি
- ৩৮ টি
- ৩৭ টি
- ৩৫ টি
517. ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোন সালকে ‘ই-কমার্স বর্ষ’ হিসাবে ঘোষণা করেছে?
- ২০১৬ সাল
- ২০১৭ সাল
- ২০১৫ সাল
- ২০১৯ সাল
518. দুই টাকার ব্যাংক নোটকে কবে সরকারি মুদ্রায় রূপান্তর করা হয়?
- ১৯৮৫ সালে
- ১৯৯২ সালে
- ১৯৮৯ সালে
- ১৯৯১ সালে
519. শাহজালাল সার কারখানা কোথায় অবস্থিত?
- সাভার, ঢাকা
- সপুরা, রাজশাহী
- শিবগঞ্জ, বগুড়া
- ফেঞ্চুগঞ্জ, সিলেট
520. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অধ্যাদেশ, ২০১৫ জারি করা হয় কবে?
- ২০ জুলাই ২০১৫
- ২৪ জুলাই ২০১৫
- ২৬ জুলাই ২০১৫
- ২৮ জুলাই ২০১৫
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।