
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 46
451. শান্তির পাইরা ‘ কি?
- জাহাজের নাম
- বিমানের নাম
- জাদুঘরের নাম
- ভাস্কর্যের নাম
452. বর্তমানে (২০১৫) বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
- প্রতি বর্গ কিলোমিটারে ১২৫০ জন
- প্রতি বর্গ কিলোমিটারে ১১৫০ জন
- প্রতি বর্গ কিলোমিটারে ১০৪৯ জন
- প্রতি বর্গ কিলোমিটারে ১০৭৫ জন
453. Which is the hazardous metallic pollutant in the air of the Dhaka city ?
- Arsenic
- Carbon
- Zinc
- Lead
454. বাংলাদেশে কবে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) চালু হয়?
- ৪ আগস্ট ২০১৪
- ৬ আগস্ট ২০১৪
- ৯ আগস্ট ২০১৪
- ৭ আগস্ট ২০১৪
455. Tech-Bangla কি ?
- এক ধরনের প্রযুক্তি
- প্রবাসী বাংলাদেশী প্রযুক্তিবিদদের সংগঠন
- একটি কম্পিউটার প্রোগ্রাম
- উপরের কোনটিই নয়
456. বাংলাদেশে সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখার সিদ্ধান্ত গৃহীত হয় কবে ?
- ২২ আগস্ট, ২০০৪
- ২৪ আগস্ট, ২০০৪
- ২৩ জুলাই, ২০০৪
- ২১ জুলাই, ২০০৪
457. মালদ্বীপের দুতাবাস বাংলাদেশে পুনরায় চালু হয়?
- ১০ জানুয়ারি ২০১৫
- ১ জানুয়ারি ২০১৫
- ১২ জানুয়ারি ২০১৫
- ৫ জানুয়ারি ২০১৫
458. বাংলাদেশ জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশ লাউঞ্জ’ বরাদ্দ পায় কবে?
- ২০১৩ সালে
- ২০১১ সালে
- ২০১২ সালে
- ২০১৪ সালে
459. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR)- এর নাম কি?
- গল্প
- পুঁথি
- কবিতা
- রচনা
460. বর্তমানে কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচী চালু রয়েছে?
- ১৪৫ টি
- ১৪৪ টি
- ১৪৩ টি
- ১৪২ টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।