
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 18
171. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন?
- 1690
- 1765
- 1793
- 1829
172. বেসরকারি বিল কাকে বলে ?
- বিরোধী দলের সদস্যদের উথাপিত বিল
- স্পীকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন
- রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল
- সংসদ সদস্যদের উথাপিত বিল
173. বগা লেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- কিশোরগঞ্জ
- সুনামগঞ্জ
- বান্দরবান
- রাঙ্গামাটি
174. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?
- দুদু মিয়া
- ফকির মজনু শাহ
- হাজী শরীয়তুল্লাহ
- তিতুমির
175. মাগুরছড়া গ্যাসক্ষেত্রটি কোন জেলায়?
- হবিগঞ্জ
- সিলেট
- কুমিল্লা
- মৌলভীবাজার
176. স্বাধীন বাংলাদেশের গণপরিষদের সদস্যসংখ্যা কত ছিল?
- 469
- 300
- 400
- 403
177. পৃথিবীর মধ্যে কথ্য ভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান কত তম?
- ৪র্থ
- ৫ম
- ৬ষ্ঠ
- ৮ম
178. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় –
- সিলেটের জাফলং
- পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
- সিলেটের তামাবিলে
- সিলেটের মালনীছড়ায়
179. পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- যুক্তরাজ্য
- চীন
- ভারত
- বাংলাদেশ
180. বিজয়পুর কেন বিখ্যাত?
- চীনামাটির জন্য
- খনিজ তেলের জন্য
- কয়লার জন্য
- নুড়ি পাথরের জন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।