
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 17
161. খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
- সুন্দরী
- চাপালিশ
- গেওয়া
- কেওড়া
162. বাংলাদেশের চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
- শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
- বড় লেখা (মৌলভীবাজার)
- ফটিকছড়ি (চট্টগ্রাম)
- জাফলং (সিলেট)
163. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়?
- 1923
- 1924
- 1925
- কোনটিই নয়
164. সর্বপ্রথম সিটি কর্পোরেশন কোনটি?
- ঢাকা
- চট্টগ্রাম
- রাজশাহী
- খুলনা
165. সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
- কুমিল্লা
- সিলেট
- রংপুর
- গাজীপুর
166. অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
167. বাংলাদেশে টেলি ব্যাংকিং ব্যবস্থা চালু করে কোন ব্যাংক?
- Standard chartered bank
- National bank
- AB bank
- Sonali bank
168. মুজিবনগর স্মৃতি সৌধ এর স্থপতি-
- তানভীর কবির
- মাঈনুল হোসেন
- নিতুন কুণ্ডু
- সৈয়দ আব্দুল্লাহ খালেদ
169. প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
- 1978
- 1972
- 1976
- 1977
170. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
- চট্টগ্রামপাবনা
- সিরাজগঞ্জদিনাজপুর
- বরিশাল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।