📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

এইচএসসি বাংলা ২য়পত্র ব্যাকরণ : সমার্থক শব্দ

সমার্থক শব্দ

যে সব শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক শব্দ বা একার্থক শব্দ বলে ।

মূলত, রচনায় মাধুর্য সৃষ্টি বা রক্ষার জন্য রচনার বিভিন্ন জায়গায় একই অর্থবোধক একটি শব্দ ব্যবহার না করে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করার প্রয়োজন হয় । বিশেষত কবিতায় এবং কাব্যধর্মী গদ্যরচনায় এর প্রয়োজনীয়তা খুবই বেশি ।

গুরুত্বপূর্ণ শব্দ : রাত্রি, কপাল, গরু, লাল, পদ্ম, কোকিল, সাগর, নদী, ঘোড়া, সূর্য, চাঁদ, আলো, ঘর, বায়ু, পানি, পর্বত, পৃথিবী, বিদ্যুত, মেয়ে/স্ত্রী/কন্যা, মেঘ অগ্নি, হাতি, কপাল, সাহসী, নারী, সুগন্ধ্য,

কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ

অগ্নি

অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি

অন্ধকার

আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম

অতনু

মদন, অনঙ্গ, কাম, কন্দর্প

আকাশ

আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ

আলোক

আলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা

ইচ্ছা

আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা

কপাল

ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক

কোকিল

পরভৃত, পিক, বসন্তদূত

কন্যা

মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া

গরু

গো, গাভী, ধেনু

ঘোড়া

অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম

ঘর

গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান

চক্ষু

চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়

চন্দ্র

চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত

চুল

চিকুর, কুন্তল, কেশ, অলক,

জননী

মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী,

দিন

দিবা, দিবস, দিনমান

দেবতা

অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর

দ্বন্দ্ব

বিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ

তীর

কূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা

নারী

রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী

নদী

তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী

নৌকা

নাও, তরণী, জলযান, তরী

পণ্ডিত

বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ

পদ্ম

কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ

পৃথিবী

ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল

পর্বত

শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র

পানি

জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়

পুত্র

তনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন

পত্নী

জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী

পাখি

পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ

ফুল

পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন

বৃক্ষ

গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ

বন

অরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন

বায়ু

বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ

বিদ্যুত

বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা

মানুষ

‍মানব, মনুষ্য, লোক, জন, নৃ, নর,

মাটি

ক্ষিতি, মৃত্তিকা,

মেঘ

জলধর, জীমৃত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর

রাজা

নরপতি, নৃপতি, ভূপতি, বাদশাহ

রাত

রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা

শরীর

দেহ, বিগ্রহ, কায়, কলেবর, গা, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব

সর্প

সাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক

স্ত্রী

পত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ,

স্বর্ণ

সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ

স্বর্গ

দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত

সাহসী

অভীক, নির্ভীক,

সাগর

সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি

সূর্য

রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা

হাত

কর, বাহু, ভুজ, হস্ত, পাণি

হস্তী

হাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ

লাল

লোহিত, রক্তবর্ণ

ঢেউ

তরঙ্গ, ঊর্মি, লহরী, বীচি, মওজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন

  • ‘সুগন্ধ্য’র সমার্থক শব্দ (ঘ-১৯৯৯-২০০০)
  • ‘মার্জার’ এর সমার্থক শব্দ ? (ঘ-২০০২-০৩) বিড়াল
  • রাত্রি’র সমার্থক শব্দ (ঘ-২০০২-০৩)
  • ‘হস্তী’র সমার্থক শব্দ- (ঘ-২০০৩-০৪)
  • ‘কপাল’ শব্দের সমার্থক শব্দ (ঘ-২০০৪-০৫)
  • ধেনু শব্দের সমার্থক শব্দ (ঘ-২০০৫-০৬)
  • ‘জাঙ্গাল’ এর প্রতিশব্দ (ঘ-২০০৬-০৭)
  • প্রতিশব্দদ্বয় (ঘ-২০০৮-০৯)
    লাল-লোহিত
  • সমার্থক শব্দজোড় শনাক্ত কর ? (ঘ-২০০৯-১০)
    সলিল, সলীল

    • শ্মশ্রম্ন, শ্বশ্রূ
    • সিঁথি, সিতি
    • শ্বেত, সিত
  • কোনটি ভিন্নার্থক শব্দ? (ঘ-২০১০-১১)
    • বৈশ্বানর
    • প্রভঞ্জন
    • পাবক
    • কৃশানু
  • সমার্থক শব্দগুচ্ছ নির্দেশ কর (ক-২০০৫-০৬)
    • পঙ্কজ, উৎপল, শতদল, অরবিন্দ
    • রামা, বামা, ধামা, কামিনী
    • ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, তরঙ্গিনী
    • ঘন, বারিদ, জলধর, তরল
  • নিচের কোনটি জুঁই’-এর সমার্থক শব্দ? (ক-২০০৬-০৭) প্রসূন
  • ‘সাহসী’ শব্দের সমার্থক শব্দ- (ক-২০০৬-০৭)
  • ‘পরভৃত’ শব্দটির অর্থ- (ক-২০০৬-০৭)
  • ‘সমুদ্র’ ও ‘নদী’ শব্দ দুটির সমার্থক শব্দ যথাক্রমে- (ক-২০০৬-০৭)
  • ‘ঘোড়া’র সমার্থক শব্দ- (ক-২০০৬-০৭)
  • ‘সূর্য’ এর সমার্থক শব্দ কোনটি? (ক-২০০৭-০৮)
  • ‘সূর্য’ শব্দের প্রতিশব্দ হল- (ক-২০০৮-০৯)
  • ‘চাঁদ’ এর সমার্থক শব্দ (ক-২০০৯-১০)
  • ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? (গ-২০১০-১১)
  • ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  • ‘ঋত্বিক’ শব্দটির প্রতিশব্দ: (গ-২০০৯-১০)
  • ‘শর্বরী’ কথাটির অর্থ: (গ-২০০৯-১০)
  • ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? (গ-২০০৮-০৯)
  • ‘সদন’- এর প্রতিশব্দ: (গ-২০০৮-০৯)
  • রাত ও ক্ষীণ শব্দ দুটির বিকল্প শব্দ: (গ-২০০৫-০৬)
  • ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি: (গ-২০০৫-০৬)
  • ‘নীর’ শব্দের সমার্থক শব্দ: (গ-২০০৪-০৫)
  • ‘বসুমতী’ শব্দটির সমার্থক শব্দ- (গ-২০০৩-০৪)
  • ‘পবন’ শব্দের সমার্থক শব্দ- (গ-২০০৩-০৪)
  • ‘বিবর্ধণ’ শব্দের সমার্থক শব্দ- (গ-২০০৩-০৪)
  • কোন শব্দটি ‘ঘর’ শব্দটির সমার্থক নয়? (গ-২০০২-০৩)
  • ‘অমিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি? (গ-২০০২-০৩)
  • ‘কিরণ’ শব্দের প্রতিশব্দ কোনটি? (গ-২০০১-০২)
  • ‘সূর্য’ শব্দটির সমার্থক কোনটি নয়? (গ-২০০১-০২)

এইচ.এস.সি বাংলা ২য়পত্রের সকল অধ্যায় / অন্যান্য অধ্যায়সমুহ দেখতে এখানে যান

   
   

1 responses on "এইচএসসি বাংলা ২য়পত্র ব্যাকরণ : সমার্থক শব্দ"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved