[প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে। কোনো স্বচ্ছন্দ, আন্তরিক কথাবার্তায় বা বর্ণনায় বক্তব্যকে চমকপ্রদ করে ইঙ্গিতময় করে তোলার ক্ষেত্রে সাধারণত প্রবাদ-প্রবচনের ব্যবহার হয়ে থাকে। নতুন অর্থে এর ব্যবহার হয় না বললেই চলে। যেমন-
পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে।
বিলাত ঘুরে মক্কা যাওয়া
দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো
The nearest way to poor man’s heart is down their throat.
বাগধারা : আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ বলে। বাগধারা মূলত কথ্য ভাষার সম্পদ হলেও তা এখন আর কেবল কথ্য ভাষায় সীমাবদ্ধ নেই। সাহিত্যে তার বিচরণ এখন যত্রতত্র পরিলক্ষিত হচ্ছে। যেমন-
জান খারাপ
হাঁক দেওয়া
পকেট শুকিয়ে যাওয়া
বাজি মেরে দেওয়া]
[প্রবাদ প্রবচন ও বাগধারা; ভাষা অনুশীলন; সৌদামিনী মালো]
একটি তুলসী গাছের কাহিনী
ভদ্রতার বালাই | সাধারণ সৌজন্যবোধ |
পৃষ্ঠপ্রদর্শন | পালানো |
দিনে দুপুরে ডাকাতি | প্রকাশ্য প্রতারণা ও মিথ্যাচার। ডাকাতির মত। দুঃসাহসিক কাজ। |
তুলোধুনো হওয়া | ধুনা তুলোর মতো ছিন্নবিচ্ছিন্ন হওয়া |
কলা দেখানো | (আলংকারিক অর্থ) ফাঁকি দেওয়া |
মগের মুলুক | (আলংকারিক অর্থ) অরাজক দেশ বা রাজ্য |
মুঘলাই কায়দা | |
মাথায় খুন চড়া | ভীষণ রেগে যাওয়া |
কড়িকাঠ গোনা | |
চোখ টেপা | ইশারা করা |
জীবন বন্দনা
বিশিষ্টার্থক শব্দ
কূপমণ্ডুক- আভিধানিক অর্থ- কুয়োর ব্যাঙ
আলংকারিক অর্থ- সংকীর্ণমনা ব্যক্তি, বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তি
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা ও প্রবাদ-প্রবচন
অ
অকাল কুষ্মাণ্ড | অপদার্থ, অকেজো | অষ্টরম্ভা | ফাঁকি |
অক্কা পাওয়া | মারা যাওয়া | অথৈ জলে পড়া | খুব বিপদে পড়া |
অগাধ জলের মাছ | সুচতুর ব্যক্তি | অকূল পাথার*** | ভীষণ বিপদ |
অর্ধচন্দ্র | গলা ধাক্কা | অন্ধকারে ঢিল মারা | আন্দাজে কাজ করা |
অন্ধের যষ্ঠি | একমাত্র অবলম্বন | অমৃতে অরুচি | দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা |
অন্ধের নড়ি | একমাত্র অবলম্বন | অগস্ত্য যাত্রা | চির দিনের জন্য প্রস্থান |
অগ্নিশর্মা | নিরতিশয় ক্রুদ্ধ | অল্পবিদ্যা ভয়ংকরী | সামান্য বিদ্যার অহংকার |
অগ্নিপরীক্ষা | কঠিন পরীক্ষা | অনধিকার চর্চা | সীমার বাইরে পদক্ষেপ |
অগ্নিশর্মা | ক্ষিপ্ত | অরণ্যে রোদন | নিষ্ফল আবেদন |
অগাধ জলের মাছ | খুব চালাক | অহি-নকুল সম্বন্ধ* | ভীষণ শত্রুতা |
অতি চালাকের গলায় দড়ি | বেশি চাতুর্যের পরিণাম | অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
অতি লোভে তাঁতি নষ্ট | লোভে ক্ষতি | অমাবস্যার চাঁদ** | দুর্লভ বস্তু |
অদৃষ্টের পরিহাস | বিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা | অনুরোধে ঢেঁকি গেলা | অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া |
*সমার্থক বাগধারা : দা-কুমড়া সম্পর্ক
**সমার্থক বাগধারা : ডুমুরের ফুল
***সমার্থক বাগধারা : সখাত সলিলে
আ
আকাশ কুসুম | অসম্ভব কল্পনা | আকাশের চাঁদ হাতে পাওয়া | দুর্লভ বস্তু প্রাপ্তি |
আকাশ পাতাল | প্রভেদ, প্রচুর ব্যবধান | আদায় কাঁচকলায় | শত্রুতা |
আকাশ থেকে পড়া | অপ্রত্যাশিত | আদা জল খেয়ে লাগা | প্রাণপণ চেষ্টা করা |
আকাশের চাঁদ | আকাঙ্ক্ষিত বস্তু | আক্কেল গুড়ুম | হতবুদ্ধি, স্তম্ভিত |
আগুন নিয়ে খেলা | ভয়ঙ্কর বিপদ | আমড়া কাঠের ঢেঁকি | অপদার্থ |
আগুনে ঘি ঢালা | রাগ বাড়ানো | আকাশ ভেঙে পড়া | ভীষণ বিপদে পড়া |
আঙুল ফুলে কলাগাছ | অপ্রত্যাশিত ধনলাভ | আমতা আমতা করা | ইতস্তত করা, দ্বিধা করা |
আঠার আনা | সমূহ সম্ভাবনা | আটকপালে* | হতভাগ্য |
আদায় কাঁচকলায় | তিক্ত সম্পর্ক | আঠার মাসের বছর | দীর্ঘসূত্রিতা |
আহ্লাদে আটখানা | খুব খুশি | আলালের ঘরের দুলাল | অতি আদরে নষ্ট পুত্র |
আক্কেল সেলামি | নির্বুদ্ধিতার দণ্ড | আকাশে তোলা | অতিরিক্ত প্রশংসা করা |
আঙুল ফুলে কলাগাছ | হঠাৎ বড়লোক | আষাঢ়ে গল্প | আজগুবি কেচ্ছা |
সমার্থক বাগধারা : ইঁদুর কপালে
ই
ইঁদুর কপালে* | নিতান্ত মন্দভাগ্য | ইলশে গুঁড়ি | গুড়ি গুড়ি বৃষ্টি |
ইঁচড়ে পাকা | অকালপক্ব | ইতর বিশেষ | পার্থক্য |
*সমার্থক বাগধারা : আটকপালে
উ
উত্তম মধ্যম | প্রহার | উড়ে এসে জুড়ে বসা | অনধিকারীর অধিকার |
উড়নচন্ডী | অমিতব্যয়ী | উজানে কৈ | সহজলভ্য |
উভয় সংকট* | দুই দিকেই বিপদ | ঊনপাঁজুড়ে | অপদার্থ |
উলু বনে মুক্ত ছড়ানো | অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান | উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে | একের দোষ অন্যের ঘাড়ে চাপানো |
উড়ো চিঠি | বেনামি পত্র | ঊনপঞ্চাশ বায়ু | পাগলামি |
*সমার্থক বাগধারা : জলে কুমির ডাঙায় বাঘ, শাঁখের করাত
এ
এক ক্ষুরে মাথা মুড়ানো | একই স্বভাবের | একাদশে বৃহস্পতি | সৌভাগ্যের বিষয়) |
এক চোখা | পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট | এক বনে দুই বাঘ | প্রবল প্রতিদ্বন্দ্বী |
এক মাঘে শীত যায় না | বিপদ এক বারই আসে না, বার বার আসে | এক ক্ষুরে মাথা মুড়ানো | একই দলভুক্ত |
এলোপাতাড়ি | বিশৃঙ্খলা | এলাহি কাণ্ড | বিরাট আয়োজন |
এসপার ওসপার | মীমাংসা |
ও
ওজন বুঝে চলা | অবস্থা বুঝে চলা | ওষুধে ধরা | প্রার্থিত ফল পাওয়া |
পর্বগুলোর ধারাবাহিক সিরিয়াল:
সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-১
সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-২
সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৩
সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৪
সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৫
সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৬
সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৭
এইচ.এস.সি বাংলা ২য়পত্রের সকল অধ্যায় / অন্যান্য অধ্যায়সমুহ দেখতে এখানে যান
0 responses on "সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৩"