
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 35
341. পদ্মা নদীর অন্য নাম কি?
- কীর্তিনাশা
- বরাক
- মহানন্দা
- কীর্ত্তনখোলা
342. বাংলাদেশে তৈরী প্রথম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ-
- বি এন এস পদ্মা
- কেয়ারী সিন্দাবাদ
- জয়জাত্রা
- বিডি সি বার্ড
343. বাংলাদেশে আয়কর দিবস কবে?
- ১৫ সেপ্টেম্বর
- ৮ই সেপ্টেম্বর
- ২৭ সেপ্টেম্বর
- ১২ সেপ্টেম্বর
344. বাংলাদেশের প্রথম মহিলা সচিব কে?
- তাহমিনা হক ডলি
- জাকিয়া আখতার
- বেগম রওশন আরা
- হাসিনা খাতুন
345. জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?
- মেহেরপুর
- নারায়নগঞ্জ
- বান্দরবন
- কুড়িগ্রাম
346. বাংলাদেশের হাতে লেখা সংবিধানে কতগুলো পৃষ্ঠা ছিল?
- 71
- 90
- 93
- 95
347. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা কতবার রাজধানী ছিল?
- 1
- 2
- 3
- 4
348. জয়নুল আবেদীনের চিত্রকর্ম কোনটি?
- সংগ্রাম
- নবান্ন
- গায়ের বধু
- উপরের সবগুলো
349. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
- বিক্রমপুর
- পুণ্ড্র
- গোপালগঞ্জ
- সোনারগাঁও
350. ইনানী সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থতি ?
- চট্টগ্রাম
- কক্সবাজার
- পটুয়াখালী
- সাতক্ষীরা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।