
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 30
291. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’-এটা কোন ধরনের বাক্য?
- যৌগিক বাক্য
- সাধারণ বাক্য
- মিশ্র
- সরল বাক্য
292. বাংলাদেশের জাতীয় পাখি-
- ময়না
- কাক
- শালিক
- দোয়েল
293. কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিরেন?
- ড. এস ডি চৌধুরী
- ড. কাজী ফজলুর রহিম
- ড. ওসমান গণি
- অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ
294. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- সেগুনবাগিচা
- ধানমন্ডি
- মগবাজার
- বনানী
295. তদানীন্তন পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখক মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় হয়েছেল?
- ঢাকায়
- নারায়ণগঞ্জে
- লাহোরে
- করাচীতে
296. বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে – চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।”শূন্যস্থান পূরণ কর
- জনগণের সেবা করিবার
- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
- সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
- সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
297. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?
- ৩০ বছর
- ২৫ বছর
- ৩৫ বছর
- ৪০ বছর
298. জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন?
- স্থপতি
- ক্যান্সার চিকিৎসক
- আণবিক বিজ্ঞানী
- কম্পিউটার বিজ্ঞানী
299. বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস-
- খনিজ তেল
- প্রাকৃতিক গ্যাস
- পাহাড়ি নদী
- ওপরের সবগুলোই
300. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
- সদরঘাটে
- চাঁদনীঘাটে
- পোস্তগোলায়
- শ্যামবাজারে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।