
অবশেষে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ)।
সোমবার (১৩ জুন) বেলা আড়াইটায় ফলাফল প্রকাশ করা হয়েছে বলে দৈনিকশিক্ষাকে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান এ এস এম আজহার।
স্কুল-২ পর্যায়ে পাসের হার ৩ দশমিক ২২ শতাংশ, স্কুল পর্যায়ে ২৯ দশমিক ৬৭ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ।
স্কুল-২ পর্যায়ে ৬২০ জন, স্কুল পর্যায়ে ৯০ হাজার ৯৪৪ জন এবং কলেজ পর্যায়ে ৫৫ হাজার ৬৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন। মোট পাসের হার ২৭ দশমিক ৯০ শতাংশ।
ওয়েবসাইটে ফলাফল দেখতে এই লিংকে ক্লিক কর ও উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক মোবাইলে SMSের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।
গত ১৩ মে অনুষ্ঠিত স্কুল-২ পর্যায়ে ২৩ হাজার ১৮১ জন, স্কুল পর্যায়ে ৩ লাখ ৫১ হাজার ৬৬ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৭ হাজার ৭৮৬ জনসহ মোট ৬ লাখ ২ হাজার ৩৩ জন প্রার্থী ছিলেন।
এর আগে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় অনলাইনে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য আগামী ২৮ জুলাই পর্যন্ত এনটিআরসিএ’র ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে।