
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোঃ
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
✩ বাংলাদেশে গ্রাম ৮৭১৯১
✩ জেলা ৬৪
✩ উপজেলা ৪৮৯ [সর্বশেষ গুইমারা, খাগড়াছড়ি (৪৮৮তম) এবং ওসমানীনগর, সিলেট (৪৮৯তম)]
✩ থানা ৬৩৭ (সর্বশেষ বাঙ্গরা, কুমিল্লা)
✩ পৌরসভা ৩২০ (সর্বশেষ ভান্ডারিয়া, পিরোজপুর)
✩ বিভাগ ৮ (সর্বশেষ ময়মনসিংহ বিভাগ)
✩ সিটি করপোরেশন ১১টি (সর্বশেষ গাজীপুর সিটি কর্পোরেশন)
✩ ইউনিয়ন ৪৫৬২ (তথ্যসূত্র : আদমশুমারি ও গৃহগণনা ২০১১); ৪৫৭১ (তথ্যসূত্র : প্রথম আলো)
✩ রেলওয়ে নেটওয়ার্ক ৪৪টি জেলায়
✩ পার্বত্য চট্টগ্রামে জেলা ৩টি (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি)
✩ সীমান্ত হাট ৪টি
✩ নৌ থানা ৪টি
✩ গ্রাম পর্যায়ে স্থানীয় প্রশাসন ৩ স্তরবিশিষ্ট।যথাঃ – জেলা পরিষদ- উপজেলা পরিষদ – ইউনিয়ন পরিষদ
✩ শহর পর্যায়ে স্থানীয় প্রশাসন ২ স্তরবিশিষ্ট। যথাঃ – সিটি কর্পোরেশন – পৌরসভা
নোটঃ
১. নবগঠিত ময়মনসিংহ বিভাগ ৪টি জেলা নিয়ে গঠিত হয়েছে। যথাঃ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। বিভাগ সৃষ্টি হয় ১৪/০৯/২০১৫ তারিখে। বিভাগটির আয়তন ১০,৬৬৮ বর্গ কিলোমিটার।
২. দেশের ৬৫ তম জেলা হবে ভৈরব।
এক নজরে বংলাদেশ ও বিশ্ব পরিচিতি
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
বাংলদেশ পরিচিতি
————
✐ রাজধানী➟ ঢাকা
✐ বিভাগ ➟ 8 টি
✐ মেট্রোপলিটন➟ 7 টি
✐ জেলা➟ 64 টি
✐ উপজেলা➟ 487 টি
✐ পুলিশ থানা➟ 635 টি
✐ নৌ থানা ➟ 4 টি
✐ রেলওয়ে থানা➟ 21 টি
✐ ইউনিয়ন➟ 4,562 টি
✐ গ্রাম ➟ 87,191 টি
✐ মহল্লা➟ 6,016 টি
✐ মৌজা➟ 59,990 টি
✐ মুদ্রা ➟ টাকা
✐ সিটি কপোরেশন➟ 11 টি
✐ পৌরসভা➟ 317 টি
✐ মাতৃভাষা ➟ বাংলা
✐ দূতাবাস➟ 48 টি
✐ রেলস্টেশন➟ 505 টি
✐ ডাকঘর➟ 9,886 টি
✐ শিক্ষা বোর্ড➟ 10 টি
✐ সীমানা দৈর্ঘ্য➟ 4,68,480 কি মি
পৃথিবী পরিচিতিঃ
﹌﹌﹌﹌﹌﹌
✐ পৃথিবীর মোট রাষ্ট্র ২২৮ টি।
✐ পৃথিবীর স্বাধীন রাষ্ট্র ১৯৬ টি।
✐ পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫ টি।
✐ OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ টি।
✐ সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র ‘কসোভা’ (ইউরোপ)।
✐ পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার ২৬%।
✐ পৃথিবীর মুসলিম জনসংখ্যা ১৪২ কোটি।
✐ পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার হার ২৩.১৮% ।
✐ জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া।
✐ জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র মালদ্বীপ।
✐ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম শহর করাচী (পাকিস্তান)।
✐ মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে যে সবচে’বেশি মুসলমান বাস করে ভারতে (১৬%)
✐ মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন মহাদেশের মুসলিম জনসংখ্যার শতকরা হারঃ এশিয়া ২৪% ইউরোপ ১% আফ্রিকা ৫৯% উত্তর আমেরিকা ১.৫% দক্ষিণ আমেরিকা ০.৫০%
বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি
﹌﹌﹌﹌﹌﹌
বাংলাদেশ – ভারত সীমান্ত চুক্তি বিল পাস হয়ঃ ➟ ৬ মে ২০১৫ (রাজ্যসভায়) ➟ ৭ মে ২০১৫ (লোকসভায়)
ভুল শুধরে আবার পাশ হয় ১১মে ২০১৫। ১০০তম সংশোধনী ছিল কিন্তু ১১৯তম হবে।
বাংলাদেশের মন্ত্রিসভায় বাংলাদেশ ➟ ভারত সীমান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদিত হয় ➟ ২৫ মে ২০১৫
স্থল সীমান্ত চুক্তি ➟ ১৯৭৪ ও ২০১১ সালের প্রটোকল অনুমোদনের দলিল বিনিময় হয় ৬জুন, ২০১৫।
আনুষ্ঠানিকভাবে কার্যকর ➟ ৩১ জুলাই ২০১৫।
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ➟ ১৬ মে ১৯৭৪।
বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিট মহলের আয়তন ➟ ১৭,১৫৮ একর।
ভারতের ভেতর বাংলাদেশের ৫১টি ছিট মহলের আয়তন ➟ ৭,১১০ একর।
৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্য আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মানচিত্র থেকে ছিটমহল নামের শব্দটি উঠে যায়।
অচিহ্নিত সীমানা ৬.৫ কি.মি।
সীমান্তের মধ্যে চিহ্নিত সীমান্ত ৪.৫ কি.মি।
অচিহ্নিত রয়ে গেছে বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরের শুধু ২কি.মি সীমানা।
অপদখলীয় জমি ৫০৪৪.৭২ একর।
বাংলাদেশ পায় ৬টি স্থানে ২২৬৭. ৬৮২ একর।
ভারত পায় ১২টি স্থানে ২৭৭৭.০৩৮ একর।
মুজিব- ইন্দিরা চুক্তি (স্থল সীমান্ত চুক্তি) স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৭৪।
বাংলাদেশে সংসদে পাশ হয় ২৩ নভেম্বর ১৯৭৪। (সংবিধানের ৩য় সংশোধনী)
নিম্ন মধ্যম আয়ের দেশঃ
﹌﹌﹌﹌﹌﹌
নিম্ন মধ্যম আয়ের দেশঃ বাংলাদেশ
বিশ্বব্যাংক কর্তৃক স্বীকৃতি লাভঃ ১ জুলাই ২০১৫
বিশ্বব্যাংক এর স্তর বিভাগঃ
১) নিম্ন আয়ের দেশ = মাথাপিছু আর্ন ১০৪৫ ডলার বা তার নিচে
২) নিম্ন মধ্যম আয়ের দেশ= মাথাপিছু আর্ন ১০৪৬ থেকে ৪১২৫ ডলার
৩) উচ্চ মধ্যম আয়ের দেশ = মাথাপিছু আর্ন ৪১২৬ থেকে ১২৭৩৬ ডলার
৪) উচ্চ আয়ের দেশ = মাথাপিছু আর্ন ১২৭৩৬ ডলারের বেশি
বিশ্বব্যাংকের তালিকা অনুযায়ী বর্তমানে, ১) নিম্ন আয়ের দেশ = ৩১ টি ২) নিম্ন মধ্যম আয়ের দেশ= ৫১ টি ৩) উচ্চ মধ্যম আয়ের দেশ = ৫৩ টি ৪) উচ্চ আয়ের দেশ = ৮০ টি
বিশ্বব্যাংকের এবারের রিপোর্টে,
:: নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত= বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার, তাজিকিস্তান।
:: উচ্চ মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে উন্নীত = আর্জেন্টিনা, হাঙ্গেরি, ভেনিজুয়েলা, সেচেলেস।
বিশ্বব্যাংকের এবারের রিপোর্টে,
:: সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ = মালায়ি
:: সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ = মোনাকো
বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ (LDC) তালিকাতেই আছে। LDC থেকে বের হতে হলে তিনটি সূচক অতিক্রম করতে হবেঃ
১) অর্থনীতির নাজুকতার সূচক
২) মানব উন্নয়ন সূচক
৩) মাথাপিছু আয়ের সূচক
? ? ? ? ? ?
জাতীয় বাজেট ২০১৫-১৬
﹌﹌﹌﹌﹌﹌
১) বাজেট ঘোষণা ৪ জুন ২০১৫; বাজেট কার্যকর ১ জুলাই ২০১৫ থেকে।
২) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত সরকারের এটি ২য় বাজেট।
৩) বাংলাদেশে ঘোষিত ৪৫তম বাজেট।
৪) আওয়ামীলীগ সরকারের ১৬তম বাজেট।
৫) অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের ৯ম বাজেট (২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর; ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪]
এক নজরে জাতীয় বাজেট ২০১৫-১৬
১) মোট বাজেট ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।
২) জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ।
৩) মূল্যস্ফীতি ৬.২ শতাংশ।
৪) এডিপি ৯৭,০০০ কোটি টাকা।
২০১৫-১৬ বাজেটে করমুক্ত আয়সীমা
১) ব্যক্তিশ্রেণীঃ ২ লাখ ৫০ হাজার টাকা।
২) নারী ও ৬৫ বছরের অধিক বয়স্কঃ ৩ লাখ টাকা।
৩) প্রতিবন্ধী ব্যক্তিঃ ৩ লাখ ৭৫ হাজার টাকা।
৪) গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা করদাতাঃ ৪ লাখ ২৫ হাজার টাকা।
২০১৫-১৬ বাজেটে বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন বিভাগ/খাত
১) সর্বোচ্চ বরাদ্দ- অর্থ বিভাগ ৯১,৪৪৬ কোটি টাকা।
২) সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে ৫৬,৬৯৬ কোটি টাকা।
৩) কৃষিখাতে বরাদ্দ রাখা হয়েছে ১৯,৯৭৯ কোটি টাকা।
৪) শিক্ষা প্রযুক্তি খাতে বরাদ্দ ৩৪,৩৭০ কোটি টাকা।
৫) স্বাস্থ্য খাতে ১২,৬৯৫ কোটি টাকা।
৬) প্রতিরক্ষাখাতে বরাদ্দ ১৮,৩৮৩ কোটি টাকা।
৭) যোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮,৭০০ কোটি টাকা।
২০১৫-১৬ বাজেটে বিভিন্ন খাতের অবদান
১) কৃষি খাতের অবদানঃ ১৫.৯৬% (সাময়িক)
২) শিল্প খাতের অবদানঃ ৩০.৪২% (সাময়িক)
৩) সেবা খাতের অবদানঃ ৫৩.৬২% (সাময়িক)
৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
মেয়াদকাল- ১ জুলাই ২০১৫ থেকে জুন ২০২০; লক্ষ্যমাত্রা – ৬টি। যথা-
১) কারিগরি এবং প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলা।
২) বিদ্যুৎ, জ্বালানী ও যোগাযোগ খাতে অবকাঠামোখাতে সীমাবদ্ধতা দূর।
৩) কৃষিভিত্তিক শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়ন কৌশল নির্ধারণ।
৪) আইসিটি-স্বাস্থ্য-শিক্ষা¬ সংক্রান্ত সেবা রপ্তানিতে সুনির্দিষ্ট নীতিকৌশল প্রণয়ণ।
৫) সরকারী-বেসরকারী বিনিয়োগ গতিশীলতা আনয়ন।
৬) রপ্তানিতে গতিশীলতা ও পণ্যের বৈচিত্রায়ণ।
Some Targeted Rates in 7th Five Year Plan-Unemployment – 0%, GDP – 8%, Poverty rate – 16% , Export – 5500 Crore US Dollar
? ? ? ? ? ?
আমদানি-রপ্তানি
﹌﹌﹌﹌﹌﹌
১) বেশি আমদানিঃ চীন, (ভারত ২য়- এশিয়ার ১ম)
২) বেশি রপ্তানিঃ যুক্তরাষ্ট্র
৩) সর্বোচ্চ বিনিয়োগকারী দেশঃ যুক্তরাজ্য (১ম) , দক্ষিন কোরিয়া (২য়)
৪) বিশ্বের ৪৪টি দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশন রয়েছে।
৫) রপ্তানি আয়ে/বৈদেশিক মুদ্রা অর্জনকারী ১ম তৈরি পোশাক, ২য় নীটওয়্যার।
৬) ওষুধ রপ্তানি করে ১৬০টি দেশে।
৭) যুক্তরাষ্ট্র পণ্য আমদানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রথা চালু করে ১লা জানুয়ারি ১৯৭৬ সালে।
৮) যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করে ২৭ জুন ২০১৩।
৯) স্থগিতাদেশ কার্যকর হয় ২ সেপ্টেম্বর ২০১৩।
১০) GSP ফিরে পেতে বাংলাদেশকে USA শর্ত দিয়েছে- ১৬টি।
১১) যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ৩য়
১২) মুক্তবাজার অর্থনীতি বিশ্বব্যাপী চালু হয় ২০০৫ সাল থেকে।
১৩) বাংলাদেশের তৈরী পোশাক শিল্পকে শিশু শ্রমিকমুক্ত ঘোষণা করা হয় ১ নভেম্বর ১৯৯৬ সালে।
১৪) বাংলাদেশে ইপিজেড ১০টি (৮টি সরকারি ও ২টি বেসরকারি)
১৫) রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান ৮ম।
১৬) সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় সৌদি আরব/মধ্যপ্রাচ্য থেকে।
১৭) সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
১৮) সর্বাধিক জনশক্তি রপ্তানি হয় সৌদি আরবে।
১৯) প্রবাসীদের প্রেরিত অর্থের (রেমিট্যান্স) পরিমাণ ১০৮ কোটি ৭৬ লাখ ডলার। (নভেম্বর ২০১৫ পর্যন্ত)
? ? ? ? ? ?
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
﹌﹌﹌﹌﹌﹌
১) বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৭৭ জন – বীরশ্রেষ্ঠ ৭ জন – বীর উত্তম ৬৯ জন – বীর বিক্রম ১৭৫ জন – বীর প্রতীক ৪২৬ জন
২) মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে মোট ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।- চট্টগ্রাম ১ নং সেক্টর- ঢাকা ২ নং সেক্টর – মুজিবনগর ৮ নং সেক্টর
৩) মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে মোট ৬৪টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
৪) জীবিত সেক্টর কমান্ডার ৪ জন।
৫) ভারতে শরণার্থী শিবির স্থাপন করা হয় ১৪১টি।
৬) মুক্তিযুদ্ধে মোট নারী মুক্তিযোদ্ধা ২০৩ জন।
৭) বীরাঙ্গনা স্বীকৃতি পেয়েছেন ৪১জন (অক্টোবর ২০১৫)।
৮) সবচেয়ে বেশি নারী মুক্তিযোদ্ধা দিনাজপুর থেকে ২১ জন।
৯) বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা ২ জন (ড. সেতারা বেগম ও তারামন বিবি)।
১০) ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ইউনেস্কোর’র ৩০ তম অধিবেশনে।
? ? ? ? ? ?
জনসংখ্যা, আদমশুমারী ও উপজাতি সংক্রান্ত তথ্যাদি
﹌﹌﹌﹌﹌﹌
১) মোট জনসংখ্যা ১৫.৭৯ কোটি
২) জনসংখ্যার ঘনত্ব ১০৩৫ জন (প্রতি বর্গ কিলোমিটারে)
৩) জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৬%
৪) নারী ও পুরুষের অনুপাত ১০০:১০৪.৯
৫) গড় আয়ু ৭০.৭ বছর
৬) স্বাক্ষরতার হার (৭+ বছর),২০১৫: ৬২.৩%; পুরুষ ৬৫.০% ও মহিলা ৫৯.৭%
৭) মাতৃমৃত্যুর হার ১.৯৭%
৮) দারিদ্র্য সীমার নিচে বসবাস করে ৩১.৫%
৯) চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে ১৭.৬%
১০) শিশু মৃত্যুহার [এক বছরের কমবয়সী (প্রতি হাজার জীবিত জন্মে)] ৩৩ জন
১১) আদমশুমারি ৫টি (কৃষিশুমারি ৪টি)
১২) সরকারিভাবে স্বীকৃত দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৪৮টি
১৩) উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট ২টি
১৪) উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ১টি
সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫
? ? ? ? ? ?
মাথাপিছু আয়, শ্রমশক্তি ও কর্মসংস্থান
﹌﹌﹌﹌﹌﹌
১) মাথাপিছু আর্ন ১৩১৪ মার্কিন ডলার বা ১,০২,০২৬ টাকা।
২) করমুক্ত আয়সীমা ২,৫০,০০০ টাকা।
৩) জিডিপি’র প্রবৃদ্ধি ৭% ।
৪) মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.২ শতাংশ।
৫) ক্রয়ক্ষমতার ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৬ তম (নমিনাল মূল্যের ভিত্তিতে ৫৮তম)।
৬) বর্তমানে মোট মাথাপিছু ঋণের পরিমাণ ৪০০ ডলার (বৈদেশিক ঋণ ১৭০ ডলার)।
? ? ? ? ? ?
দারিদ্র্য সমাচার
﹌﹌﹌﹌﹌﹌
১) গড় দারিদ্র্যের হার – ৩০.৭%
২) নিম্ম দারিদ্র্যরেখায় বাস করে মোট জনসংখ্যার – ১৭.৬%
৩) উচ্চ দারিদ্র্যরেখায় বাস করে মোট জনসংখ্যার – ৩১.৫%
৪) সবচেয়ে কম দরিদ্র মানুষ অধ্যুষিত বিভাগ – সিলেট (২৫.৫%)
৫) সবচেয়ে বেশি দরিদ্র মানুষ অধ্যুষিত বিভাগ – রংপুর (৪২.%)
৬) সবচেয়ে বেশি দরিদ্র মানুষ অধ্যুষিত জেলা – কুড়িগ্রাম (৬৩.৭%
৭) সবচেয়ে কম দরিদ্র মানুষ অধ্যুষিত জেলা – কুষ্টিয়া (৩.৬%)
সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্র- ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনা।
৮) দারিদ্র্যের হার- ২৪%
সূত্রঃ জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক -২০১৩ (প্রকাশঃ ১৪ জুলাই ২০১৫; প্রকাশকঃ বিবিএস )
৯) সর্বাধিক দরিদ্র মানুষের দেশ – ভারত (৩৩%); বাংলাদেশে ৬%।
১০) দারিদ্র্য ঘনত্বে র্শীষ দেশ – কঙ্গো প্রজাতন্ত্র।
সূত্রঃ বিশ্বব্যাংক প্রতিবেদন- ২০১৪
? ? ? ? ? ?
বাংলাদেশের অর্থনীতি
﹌﹌﹌﹌﹌﹌
১) বাংলাদেশে VAT-এর হার ১৫%।
২) কর ২ প্রকারঃ ক) প্রত্যক্ষ কর ও খ) পরোক্ষ কর।
৩) বাংলাদেশে এ পর্যন্ত ঘোষিত বাজেট ৪৫টি।
৪) বাংলাদেশে অর্থবছর ধরা হয় ১লা জুলাই থেকে ৩০ জুন।
৫) জাতীয় সংসদে বাজেট পাশ হয় ৩০ জুন।
৬) বাংলাদেশে প্রথম বাজেট পাশ হয় ৩০ জুন ১৯৭২ সালে।
৭) সবচেয়ে বেশি বাজেট পাশ করেন অর্থমন্ত্রী সাইফুর রহমান (১২টি), ২য় সর্বোচ্চ এসএএমএস কিবরিয়া (৬টি)।
৮) রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেছেন ১ জন (রাষ্ট্রপতি জিয়াউর রহমান)।
৯) আয়-ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেট দুই প্রকার : ক) উদ্বৃত্ত বাজেট ও খ) ঘাটতি বাজেট।
১০) বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট।
১১) বাজেটের দুটি অংশ : ক) রাজস্ব বাজেট ও খ) উন্নয়ন বাজেট।
১২) তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাজেট ৩টি।
১৩) সামরিক সরকারের আমলে বাজেট ৮টি।
১৪) রাষ্ট্রপতি শাসিত সরকারের আমলে বাজেট ৭টি।
১৫) মূল্য সংযোজন কর আইন জাতীয় সংসদে পাশ হয় ১০ জুলাই ১৯৯১ সালে।
১৬) সরকারের মোট আয়ের ৮০ শতাংশের বেশি আসে রাজস্ব আর্ন থেকে।
১৭) রাজস্ব আদায়ে খাতভিত্তিক সবচেয়ে বেশি অবদান আয়করের (৩২%), ২য় সর্বোচ্চ অবদান মূল্য সংযোজন করের (২৫%)।
১৮) সরকারের ব্যয় ২ ধরণের : ক) উন্নয়ন ব্যয় ও খ) অনুন্নয়ন ব্যয়।
? ? ? ? ? ?
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা
﹌﹌﹌﹌﹌﹌
১) শিক্ষানীতি প্রণীত হয়েছে ৩টি
২) শিক্ষা কমিশন ৬টি [সর্বশেষ কবির চৌধুরী শিক্ষা কমিশন (২০০৯)]
৩) শিক্ষার স্তর ৪টি
৪) সারাদেশব্যপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩৮৬৫টি
৫) নিরক্ষরমুক্ত জেলা ৭টি
৬) প্রাথমিক শিক্ষার বয়সসীমা ৬-১১ বছর
৭) পরমাণু চিকিৎসা কেন্দ্র ১৩টি
৮) সরকারি বিশ্ববিদ্যালয় ৩৮টি (প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সহ)
৯) বেসরকারি বিশ্ববিদ্যালয় ৮৩টি
১০) সরকারি মেডিকেল কলেজ ৩১টি (তথ্যসূত্র : প্রথম আলো)
১১) মেডিকেল বিশ্ববিদ্যালয় ৩টি (প্রস্তাবিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ)
? ? ? ? ? ?
বিভিন্ন রিপোর্ট-সমীক্ষা-সূচকে বাংলাদেশের অবস্থান
﹌﹌﹌﹌﹌﹌
১) মানব উন্নয়ন রিপোর্ট ১৪২তম (শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ নাইজার)
২) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা প্রেরণ ১ম
৩) গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৮৫তম
৪) বাংলাদেশ এলডিসি চেয়ারম্যান নির্বাচিত (২০১৫-২০১৮ মেয়াদে)
৫) বিশ্ব সক্ষমতা সূচকে ১০৭তম
৬) মোবাইল ইন্টারনেট ব্যবহারে ১৪৯তম
৭) বাল্যবিয়ে প্রবণ তালিকায় বিশ্বে ৪র্থ (এশিয়ায় ১ম)
৮) বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ২৩তম
৯) খাদ্য সংগ্রহের দিক থেকে ১৬তম
১০) পাট রপ্তানিতে ১ম
১১) আলু উৎপাদনে ৭ম
১২) আম উৎপাদনে ৭ম
১৩) পেয়ারা উৎপাদনে ৮ম
১৪) মাছ উৎপাদনে ৫ম
১৫) মিঠা পানির মৎস্য উৎপাদনে ৪র্থ (বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে চীন, ভারত ও মিয়ানমার)
১৬) বছরে ৩৫ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়
১৭) ধান উৎপাদনে ৪র্থ
১৮) চা বাগান ১৬৬ টি
১৯) চা পানে ১৬তম
২০) চিনিকল ১৫টি
২১) ফিফা র্যাংকিংয়ে ১৮২তম
২২) দুর্নীতি সূচকে ১৪তম
২৩) ইন্টারনেট ব্যবহারে ৬৩তম
২৪) OCR চালু করতে ৩৭তম
২৫) লিঙ্গ বৈষম্য দূরীকরণে ৬৮তম
২৬) বাংলা ভাষা ব্যবহারে ৭ম
২৭) বাংলাদেশী পন্য শুল্ক মুক্ত সুবিধা পায় ৪৯টি দেশে
২৮) ঢাকা মেগাসিটিতে ১১তম
২৯) বাংলাদেশে ৫৩ টি দেশের ৬৯টি মিশন রয়েছে
৩০) বিদ্যুৎ কেন্দ্র ১০০টি
৩১) স্থলবন্দর ২২টি (সর্বশেষ শেওলা, বিয়ানীবাজার, সিলেট)
৩২) নদীবন্দর ২৪টি (সর্বশেষ ফরিদপুর ও ঘোড়াশাল)
৩৩) সমুদ্রবন্দর ৩টি (সর্বশেষ পায়রা, ১৯/১১/২০১৩)
৩৪) কয়লাখনি ৬টি (সর্বশেষ নওগাঁ)
৩৫) গ্যাসক্ষেত্র ২৬ (সর্বশেষ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ; ২১/৬/২০১৪)
৩৬) উৎপাদনরত গ্যাসক্ষেত্র ২০টি
৩৭) দেশে পাট কল ৩৮টি
৩৮) ১৯৭১ সালে পাট কল ছিল ৭৩টি
৩৯) মোট বস্ত্র কল ৬৫টি
৪০) সরকারি বস্ত্র কল ২৪টি
৪১) দেশে উৎপাদিত বস্ত্র স্থানীয় চাহিদা পূরণ করে ৯%
৪২) দেশে একজন শ্রমিক এর সর্বনিম্ন বেতন ৫৫ ডলার
৪৩) মোট সিমেন্ট কারখানা ১৪ টি যার মধ্যে ৫ টি সরকারি
৪৪) জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা ৩টি
৪৫) অস্ত্র কারখানা ১টি (গাজীপুর)
৪৬) অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) ১৭টি
৪৭) বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি- ২৮টি জেলায়
৪৮) সুন্দরবনে বাঘের সংখ্যা ৮৩-১৩০টি
৪৯) বাংলাদেশের কর্মী রয়েছে- বিশ্বের ১৬০টি দেশে।
৫০) ২০১৫ সালে ব্রিটিশ আইনসভা নির্বাচনে বাংলাদেশী অংশগ্রহণ করে- ১১জন।
৫১) ২০১৫ সালে ব্রিটিশ আইনসভা নির্বাচনে বাংলাদেশী জয় লাভ করে- ৩ জন।
৫২) বৈশ্বিক সমৃদ্ধি সূচকে বিশ্বে ১০৩তম (সার্কভুক্ত দেশে ৪র্থ, ১ম শ্রীলংকা, শীর্ষ দেশ নরওয়ে)
৫৩) বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে ২৩তম (র্শীর্ষ দেশ ইরাক)
৫৪) ডুয়িং বিজনেস রিপোর্টে বিশ্বে ১৭৪তম (সার্কভুক্ত দেশে ৭ম, ১ম ভুটান; শীর্ষ দেশ সিঙ্গাপুর)
৫৫) বৈশ্বিক উদ্দ্যোক্তা সূচকে বিশ্বে ১২৫তম (সার্কভুক্ত দেশে ৪র্থ, ১ম শ্রীলংকা; শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র)
? ? ? ? ? ?
গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি
১) সরকারি টিভি চ্যানেল ৩টি
২) বেসরকারি টিভি চ্যানেল ৪১টি
৩) দৈনিক প্রকাশিত পত্রিকা ৯০২টি
? ? ? ? ? ?
আগামীর বাংলাদেশ
১) বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত ঘোষণা করা হবে ২০২০ সালের মধ্যে।
২) ৬ষ্ঠ আদমশুমারি হবে ২০২১ সালে।
৩) সবার জন্য বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যমাত্রা ২০২১ সালের মধ্যে।
? ? ? ? ? ?
ব্যাংক-বীমা ও মুদ্রাব্যবস্থা
﹌﹌﹌﹌﹌﹌
১) রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৬টি (সর্বশেষ বেসিক ব্যাংক)
২) বিশেষায়িত ব্যাংক ৯টি (সর্বশেষ পল্লী সঞ্চয় ব্যাংক)
৩) মোট ব্যাংক ৬৩টি
৪) তালিকাভুক্ত ব্যাংক ৫৬টি
৫) বিদেশি বেসরকারি ব্যাংক ৯টি
৬) ইসলামী ব্যাংক ৮টি
৭) বিদেশী ব্যাংক ৯টি
৮) বাংলাদেশ ব্যাংক এর সুদের হার ৫%
৯) বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার।
১০) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
১১) বাংলাদেশ ব্যাংকের শাখা ১০টি। (সর্বশেষ ময়মনসিংহ ১৬ জানুয়ারি ২০১৩)
১২) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ১০ জন।
১৩) বাংলাদেশে আইএমএফ-এর কার্যালয় বাংলাদেশ ব্যাংকের ৫ম তলায়।
১৪) সরকারি মুদ্রা ৩টি। যথাঃ ১,২ ও ৫ টাকা।
১৫) ব্যাংক নোট ৬টি। যথাঃ ১০,২০,৫০,১০০,৫০০ ও ১০০০ টাকা।
১৬) সরকারি নোট বের করে অর্থ মন্ত্রণালয়। এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে।
১৭) ব্যাংক নোট বের করে বাংলাদেশ ব্যাংক এবং এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
১৮) উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় ১৮৫৭ সালে।
১৯) বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু হয় ৪ মার্চ ১৯৭২ সালে। (১ টাকা ও ১০০ টাকার নোট)
২০) সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লি. প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে।
২১) উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং।
? ? ? ? ? ?
পদক-পুরস্কার-সম্মাননা
﹌﹌﹌﹌﹌﹌
১) ২০১৫ সালে একুশে পদক পান মোট- ১৫ জন
২) ২০১৫ সালে বাংলা একাডেমী পুরস্কার পান মোট- ৭ জন।
৩) ২০১৫ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দেশের ৭ জন ব্যক্তিকে “স্বাধীনতা পুরস্কার ২০১৫” প্রদান করা হয়। তবে ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করেন।
:: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : মানিক চৌধুরী (মরণোত্তর), মামুন মাহমুদ (মরণোত্তর) ও শাহ এ এম এস কিবরিয়া (মরণোত্তর)
:: সাহিত্য : অধ্যাপক আনিসুজ্জামান
:: সংস্কৃতি : নায়করাজ আবদুর রাজ্জাক
:: গবেষণা ও প্রশিক্ষণ : মোহাম্মদ হোসেন মণ্ডল
:: সাংবাদিকতা : সন্তোষ গুপ্ত
৪) র্যামন ম্যাগসেসে পুরুস্কার ২০১৪ পাওয়া বাংলাদেশী – সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বাংলাদেশের পরিবেশ সমিতি (বেলা-এর প্রধান নির্বাহী। তিনি এই পুরস্কারপ্রাপ্ত ১১তম বাংলাদেশী এবং ম্যাগসেসে বিজয়ী ৩য় নারী।
৫) ২০১৪ সালে ভারতের পদ্মভূষণ – বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামান
৬) অনন্য সাহিত্য পুরস্কার ১৪১৯ – কাজী রোজি
৭) প্রথম নরী ও দ্বিতীয় বাংলাদেশী হিসেবে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১৪ – সেলিনা আহমেদ
৮) ফরচুন ম্যাগাজিন জরিপে বিশ্বের ৫০ প্রভাবশালীর একমাত্র বাংলাদেশী – স্যার ফজলে হাসান আবেদ
৯) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ সাউথ পুরস্কার গ্রহণ করেন – ২৩ সেপ্টেম্বর, ২০১৩ (দারিদ্র্য বিমোচনে অবদান)
১০) জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন UNESCO এর Peace Tree (শান্তি বৃক্ষ) পুরস্কার : শেখ হাসিনা (কিশোরী ও নারী শিক্ষায় অবদানের জন্য)
১১) The Championship of the Earth পুরস্কার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ক্যাটাগরি: Policy Leadership)
১২) WHO-এর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল
সার্ক সাহিত্য পুরস্কার ২০১৫ : সেলিনা হোসেন
১৩) বঙ্গবিভূষন পদক (পশ্চিমবঙ্গ) : ফিরোজা বেগম
১৪) টানা ২য় বারের মত WSIS পুরস্কার ২০১৫ লাভ করেন : বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের Access to Information (A2I) প্রকল্প
১৫) Environment Award : Human Rights and Peace For Bangladesh (Monjil Morshed)
১৬) World Food Award : Sir Fazle Hasan Abed
১৭) National Environment Award 2015 : Monjil Morshed and Abdul Mukit Majumdar
১৮) Chairman of Asian Clearing Union (ACU) : Governor Of Bangladesh Bank Dr. Atiur Rahman
১৯) OIC Peace Award : Dr. Atiur Rahman (November, 2014)
২০) Chairperson Of Commonwealth parliamentary Association (CPA) : Speaker Dr. Shirin Sharmin Chowdhury
২১) President of Inter Parliamentary Union (IPU) : Saber Hossain Chowdhury MP
অর্থনৈতিক সমীক্ষা -২০১৫।
﹌﹌﹌﹌﹌﹌
1) মোট জনসংখ্যাঃ ১৫.৭৯ কোটি
2) জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৬ %
3) পুরুষ:মহিলা :: ১০৪.৯ : ১০০
4) জনসংখ্যার ঘনত্তঃ ১,০৩৫ জন
5) শিশু মৃত্যু হারঃ ৩৩ জন (এক বছরের কম বয়সী)
6) প্রত্যাশিত গড় আয়ুঃ ৭০.৭ বছর
7) সাক্ষরতার হারঃ ৬২.৩%
8) দারিদ্রের নিম্নসীমাঃ ১৭.৬%
9) জি.ডি.পিঃ ১৫,১৩,৬০০ কোটি টাকা (চলতি মূল্য)
10) মাথাপিছু জি.ডি.পিঃ ১,২৩৫ (মার্কিন ডলার)/ ৯৫,৮৬৪ টাকা
11) মাথাপিছু আয়ঃ ১,৩১৪ (মার্কিন ডলার)/ ১০২০২৬টাকা
12) মোট তফসিলি ব্যাংকঃ ৫৬ টি
13) আর্থিক প্রতিষ্ঠানঃ ৩১ টি (নন ব্যাংক)
14) জি.ডি.পি প্রবৃদ্ধিঃ ৭.০০%
15) মূল্যস্ফীতিঃ ৬.২%
16) কৃষি খাতের অবদানঃ ১৫.৯৬% (সাময়িক)
17) শিল্প খাতের অবদানঃ ৩০.৪২% (সাময়িক)
18) সেবা খাতের অবদানঃ ৫৩.৬২% (সাময়িক)
19) সর্বোচ্চ বিনিয়োগকারী দেসঃ যুক্তরাজ্য (১) , দক্ষিন কোরিয়া (২)
20) বেশী আমদানীঃ চীন, ভারত(২য়- এশিয়ার ১ম)
21) বেশী রপ্তানীঃ যুক্তরাষ্ট্র
‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টারটির ক্যাপসন যে চিত্রশিল্পীর ? ➟ কামরুল হাসান।
‘জনকের মুখ‘ কী? ➟ বঙ্গবন্ধুককে নিয়ে লেখা ৫৫টি ছোট গল্পের সংকলন। সম্পাদনা করেছেন আখতার হুসেন।
‘বাংলার বিজয়’ ভাস্কর্য কোথায় অবস্থিত ? ➟ ষোলশহর, চট্টগ্রাম
‘মিউজিকা‘ হল নতুন জাতের ➟ – আলু।
‘মুক্তিমিত্র’ স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? ➟ কুষ্টিয়া-ঝিনাইদহ
‘স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা জাদুঘর’ কোথায় অবস্থিত? ➟ সোহরাওয়ার্দী উদ্যান , ঢাকা( উন্মুক্ত করা ২৬ মার্চ ২০১৫)
১৯৭১সালের ঢাকায় নিযুক্ত মার্কিন কনসোল আর্চার কে ব্লাড জেনারেল যে টেলিগ্রামে পাকিস্তান বাহিনীর নৃশংসতা বন্ধে মার্কিন সরকারের কঠোর সমালোচনা করেন তার নাম কি? ➟ – ব্লাড টেলিগ্রাম।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আর্ন কত? ➟ ৩১২০ কোটি মার্কিন ডলার।
২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি শীর্ষ পণ্য কোনটি? ➟ তৈরি পোশাক
২০১৪ সালের জলবায়ু পরিবর্তন সূচকে বাংলাদেশের অবস্থান কত? ➟ হাইতি।
২০১৪ সালের দুর্নীতি সূচকে নিম্নক্রমে বাংলাদেশের অবস্থানকত? ➟ ১৪তম (১ম সোমালিয়া, উত্তর কোরিয়া)
২০১৫ সালে Award for ICTs in Sustainable Development কে পায় ? ➟ বাংলাদেশ
২০১৫ সালে কতজন্ ব্যক্তি একুশে পদক লাভ করেন? ➟ ১৫জন।
২০১৫ সালে কে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে? ➟ সেলিনা হোসেন।
২০১৫ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ➟ ৮৪তম (শীর্ষ দেশ >. >> আইসল্যান্ড , অশান্তির দেশ >> সিরিয়া)
২০১৫ সালের তৃতীয় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপে‘ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ➟ মালযেশিয়া (বাংলাদেশ রানার্স আপ। )
২০১৫ সালের বিশ্ব খাদ্য পুরুস্কার লাভকারী বাংলাদেশেীর নাম কি? ➟ – স্যার ফজলে হাসান আবেদ।
২০১৫ সালের বিশ্বক সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ➟ ১০৩ শীর্ষ> নরওয়ে।
২০১৫ সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশি অংশগ্রহণ করে ? ➟ ১১জন (৩জন জয়ী হন >> টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রুপা আশা হক।)
২০১৫ সালের মাতৃসূচকে বাংলাদেশের অবস্তান কততম ? ➟ ১৩০তম। (সবচেয়ে ভালো নরওয়ে , খারাপ সোমালিয়া)
২১ মার্চ ২০১৫ বাংলাদেমের টিকাদান কর্মসূচিতে যুক্ত হয় ➟ নিউমোনিয়া টিকা
২৫ শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়ক রাজ্যের সিনেট ২৬শে মাচকে কোন দিবস ঘোষনা করে ? ➟ বাংলাদেশ ডে।
২৭মার্চ ২০১৫ মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হরিযুপীয়’ চলচ্চিত্রের পরিচালক কে? ➟ গোলাম মোস্তফা শিমুল।
31 July 2015 জাতিসংঘের অর্থনীতিক ও সামাজিক বিষয়ক বিভাগ এর জনসংখ্যা বিভাগ কর্তৃক প্রকাশিত জনসংখ্যা রিপোর্টে বাংলাদেশের জনসংখ্যা ও গড় আয়ু কত উল্লেখ করা হয়েছে ? ➟ জনসংখ্যা ১৬.৯কোটি। গড় আয়ু > ৭১ বছর।
৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় কতটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে? ➟ ৬টি।
৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা কত? ➟ ১কোটি ৩২ লাখ।
৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত ধরা হয়েছে? ➟ -৪%।
৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় জিডিপি‘র লক্ষমাত্রা কত? ➟ ৮%
৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে ? ➟ ১৬.৬%।
AIIBতে বাংলাদেশের শেয়ার কত ? ➟ —০.৬৭২৯%(মূলধন ৬৬কোটি ৫লাখ ডলার)
BBIN (Bangladesh, Bhutan, India, Nepal ) চারদেশীয় সড়ক যোগাযোগের এর রুট কতটি হবে? ➟ ৪টি। (৩০দিনের জন্য ভ্রমন করতে পারবে। )প্রতি ৩বছর পর পর চুক্তি নবায়ন করা হবে।
BRIGHT LINES বইটির লেখক কে ? বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখিকা তন্বী নন্দিনী রচিত প্রথম উপন্যাস। ২০০৪ এর ব্রুকলিনের পটভূমিতে একটি বাংলাদেশি আমেরিকান পরিবার ও প্রতিবেশীদের নিয়ে গড়ে ওঠা এ উপন্যাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে ১৯৭১সালের মুক্তিযুদ্ধের স্মৃতি।
ESCAP-এর প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ➟ ১। বাংলাদেশ ১২২টি দেশে ২২০৮ধরনের পণ্য রপ্তানি করে
FAO এচিভমেন্ট অ্যাওয়ার্ড -২০১৫ কে পায় ? ➟ বাংলাদেশ্।
FAO-িএর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্ষুধাপীড়িত লোকসংখ্যা কত? ➟ ২কোটি ৬৩লাখ।
ICDDRB’র উদ্ভাবিত নতুন খাদ্যের নাম কি? ➟ RUTF >> Ready to Use Therapeutic Food(RUTF)
OPHI কর্তক বিশ্বের বহুমাত্রিক দারিদ্র্য সূচকে বাংলাদেশের অবস্থান কত? ➟ ৩২ (খারাপ দেশ দক্ষিণ সুদান , ভালো > বেলারুশ)
SDSN -এর রিপোর্টে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম ? ➟ ১০৯তম। (সবচেয়ে সুখী দেশ > সুইজারল্যান্ড , সবচেয়ে অসুখী>>টোগো)
UNCHR- এর রিপোর্ট অনুযায়ী ২০১৩সালের জুন থেকে ২০১৪সালের জুন পর্যন্ত সমুদ্রপথে অবৈধপথে মালয়েশিয়া গেছে ➟ ৫৩হাজার ( আগের বছর ছিল ৩৩হাজার )
UNCHR- এর রিপোর্ট অনুযায়ী গত দশ বছরে বাংলাদেশ- মায়ানমার থেকে ,পাচার হয়েছে>> ৩লক্ষ ,মারা গেছে >> ১২‘শর বেশি , নিখোঁজ হয়েছে>> ১০হাজারের বেশি , ২০১৪সালে পাচারের সময় ৫৪০জন সমুদ্রে মারা গেছে।
অধরা কণা ‘ভায়েল ফার্মিয়ন’ কে আবিষ্কার করেন? ➟ জাহিদ হাসান।
অভিষেক ওয়ানডে ও টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া একমাত্র ক্রিকেটার কে? ➟ মোস্তাফিজুর রহমান।
অষ্টম জাতীয় বেতন কমিশন েএর চেয়ারম্যান কে? ➟ ড. ফরাশউদ্দিন
অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন ➟ মার্শ ম্যালো
আইএমএফ আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রার তালিকায় কোন কোন মুদ্রাকে বিশেষ উত্তোলন অধিকার(SDR) এর মর্যাদা দিয়েছেন ? ➟ মার্কিন ডলার , ইউরো , ইয়েন , পাউন্ড।
আলু উত্পাদনে বাংলাদেশ কততম ? ➟ ৭ম
আলু উত্পাদনে বাংলাদেশের অবস্থান ➟ ৮ম (আগে ছিল ৯ম)
ইউনিসেফ এর প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান ➟ ৪র্থ। (এশিয়ার মধ্যে সর্বোচ্চ)
উপবিষ্ট রমনী (Seated Women)- ভাষ্কর্য টির ভাষ্কর কে? ➟ নভেরা আহমেদ।
উপমহাদেশের সর্বোচ্চ টাওয়ার কোথায় অবস্থিত? ➟ চরফ্যাশন , ভোলা।
এ পযন্ত কতবার ‘বাংলাদেশে- মার্কিন অংশিদারী’ সংলাপ হয় ? ➟ ৩বার (২০১২, ২০১৩, ২০১৪)
একই টেস্টে সেঞ্চুরি ও হাটট্রিক করা বোলার কে? ➟ সোহাগ গাজী (বাংলাদেশ)
একাত্তরের গেরিলা ‘ গ্রন্থের লেখক কে? ➟ ড. জহিরুল ইসলাম।
এলপিজি শুল্ক স্টেশন কোথায় ? ➟ চট্টগ্রামের সীতাকুন্ডে।
এশিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড -২০১৫ কে পান? ➟ ড.এ কে আজাদ চৌধুরী।
এশিয়ার বৃহত্তম কারাগার কোথায় নির্মিত হবে? ➟ কেরানীগঞ্জে।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে কে? ➟ বাংলাদেশের তাইজুল ইসলাম
ওরা ১১জন, শুভদা, দেবদাস, চন্দ্রনাথ, সংগ্রাম , শান্তি, হাঙ্গর নদী গ্রেনেড , পদ্মা মেঘনা যমুনা , বেহুলা লখিন্দর চলচ্চিত্র গুলোর পরিচালক কে? ➟ চাষী নজরুল ইসলাম ( মোট ৬টি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেন)
কতবছর হলেই বাংলাদেশে জাতীয় পরিচয় পত্র দেওয়া হবে? ➟ ১৫বছর। আর ১৮হলেই স্বক্রিয়ভাবে ভোটার হবে।
ক্রয়ক্ষমতার ভিত্তিতে জিডিপি‘তে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশে অবস্থান কত/ ➟ ৩৩(শীর্ষ চীন)
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কাদের সংস্কৃতি সবচেয়ে সমৃদ্ধ? ➟ মণিপুরি।
গুগল কোম্পানির বর্তমান নাম কি? ➟ অ্যালফাবেট ইনকরপোরেশন
গুগলে অনুবাদক(মোট ৯১টি ভাষা) হিসেবে বাংলা ভাষা যুক্ত হয় কবে? ➟ ২০১১ সালে।
ঘুর্ণিঝড় ‘কোমেন’ বাংলাদেশে আঘাত হানে কবে? ➟ ৩০জুলাই ২০১৫
চরকি.কম কি? ➟ সার্চ ইঞ্জিন।
চলতি মূল্যে জিডিপি‘র ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত? ➟ ৪৪তম (শীর্ষ যুক্তরাষ্ট্র)
চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি? ➟ মর থেংগারি
চাকমাদের গ্রাম প্রধানকে কি বলে ? ➟ কারবাড়ি বা রোয়াজা।
জলবায়ু দুর্যোগের কারণে ➟ – ১কোটি ২০ লাখ থেকে ২কোটি ৬০লাখ মানুষ স্থানান্তরিত হবে।
জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশে লাউঞ্জ’ উদ্বোধন করা হয় ? ➟ ১৭মার্চ ২০১৫
জাতিসংঘে বাংলাদেশে মিশনে বর্তমান স্থায়ী প্রতিনিধি কে? ➟ মাসুদ বিন মোমেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ প্রাপ্ত চলচ্চিত্র ➟ মৃত্তিকা মায়া।
জাতীয় পরিবেশ দিবস -২০১৫ ’পুরুস্কার লাভ করেন কে? ➟ পিস ফর বাংলাদেশ এর প্রেসিডেন্ট , মানবাধিকার ও পরিবেশ কর্মী আইনজীবী অ্যাটভোকেট মনজিল মোরশেদ
জাতীয় পর্যটন বর্ষ ঘোষণা করা হয় কোন সালকে? ➟ ২০১৬
জাতীয় সংসদের নির্বাচনের বরাদ্দকৃত প্রতীক কয়টি ? ➟ ৬৫টি। (উপজেলা >> ৪৬টি। ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় এবং সিটি কর্পোরেশনে ৩৪টি।)মোট সংরক্ষিত প্রতীক > ২১৩টি।
জাপানি ভাষায় ’অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির অনুবাদক কে? ➟ কাজুহিরো ওয়াতানাবো।
জিডিপিতে কৃষি, শিল্প ও সেবা খাত ওয়ারী অবদান কত? কৃষি> ১৫.৫৯, শিল্প>২৭.৯৮ সেবা> ৫৬.৪
জেমস বন্ড সিরিজের সর্বশেষ চলচ্চিত্র কোনটি? ➟ স্পেক্টর।
টিকাদান কর্মসূচিতে বর্তমানে বাংলাদেশে কতটি টিকা দেয়া হয় ? ➟ ১০টি।
টেকনোক্র্যাট মন্ত্রী কতজন/ ➟ ২জন।
টেস্টে ক্রিকেট কতজন বাংলাদেশী ডাবল সেঞ্চুরি করেছেন? ➟ ২জন। মুশফিক ও তামিম।
টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রানের মালিক কে? ➟ তামিম ইকবাল।
ঢাকা বিশ্ববিদ্যালযে অবস্থিত ‘ বিশ্বাস -ই- ৭১’ এর ভাস্কর্যের নাম ➟ দীপক সরকার।
তথ্য মন্ত্রাণালয় বেসরকারি খাতে কতটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে? ➟ ৪১টি। তবে বর্তমানে চালু আছে ২৩টি।
দেশে বর্তমানে কয়টি কয়লাখনি আছে? ➟ ৬টি। সর্বশেষ তিলকপুর(দেশের গভীরতম কয়লাখনি)।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে অষ্টমশ্রেণি চালু করা হয কবে? ➟ ১ জানু: ২০১৫
দেশের ৩৮তম সরকারি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত ) কোনটি? ➟ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত? ➟ দর্শনা , চুয়াডাঙ্গা।
দেশের প্রথম সৌরবিদ্যুত কেন্দ্র কোথায় অবস্থিত? ➟ নরসিংদীর রায়পুরা উপজেলা।
দেশের ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় অবস্থিত? ➟ মহেশখালী , কক্সবাজার
দেশের সর্ববৃহত্ পানি শোধনাগার কোথায় অবস্থিত? ➟ লৌহজংয়ের জশলদিয়া (মুন্সিগঞ্জ)
দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বাংলাদেশ কোন কনসোর্টিয়ামের সাথে যুক্ত হচেছ? ➟ SMW-5(প্রথমটা ছিল > SMW-4)
দ্যা গ্রেট এসকেপ বা মহামুক্তি গ্রন্থের লেখক কে? ➟ ২০১৫সালের অর্থনীতিতে নোবেল জয়ী অ্যাঙ্গাস ডিটন।
ধান উত্পাদনে বাংলাদেশের অবস্থান কত? ➟ ৪র্থ। (শীর্ষ দেশ চীন )
নতুন উপজেলা গঠনের জন্য আয়তন কত হবে? ➟ ন্যূনতম ৩০০ বর্গ মিটার।
নতুন উপজেলা গঠনের জন্য ন্যূনতম কতটি ইউনিয়ন থাকতে হবে? ➟ পৌরসভা থাকলে ৭টি। না থাকলে ৮টি ইউনিয়ন।
নতুন শিল্প নীতিতে বাংলাদেশের সেবাখাতের শিল্প কয়টি? ➟ ৩৩টি। (আগে ছিল ৩২টি)
নদী ভাঙ্গনে সবচেয়ে ক্ষতি কোন কোন জেলা ? ➟ সিরাজগঞ্জ , চাঁদপুর।
নদীবন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ওহুশিয়ারী সংকেত কতটি? ➟ ৪টি।
নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরে কতটি দলিল স্বাক্ষর , বিনিময়, গ্রহণ, হস্তান্তর করে? ➟ ২২টি।
নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরের শেষে উভয় দেশ ‘ নতুন প্রজন্ম -নয়া দিশা’ শিরোনামে কত দফা ঘোষণা করে ? ➟ ৬৫টি।
নারীদের তথ্যসেবায় বাংলাদেশে চালুকৃত মোবাইল অ্যাপটির নাম কি? ➟ মায়া ্অ্যাপ।
পর্যটন শিল্পের প্রচার ও বিপণনের লক্ষ্যে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিং -এর নাম কি? ➟ কুইন আইল্যান্ড অব বাংলাদেশ‘ যেটি বাংলায় ‘বাংলাদেশের দ্বীপের রানী।
পল্লী সঞ্চয় ব্যাংক কোন প্রকল্প চালু করার মাধ্যমে ব্যাংকি প্রক্রিয়া শুরু করে ? ➟ একটি বাড়ি একটি খামার
পাট, রাবার, পেঁপে , ছত্রাক এর জিনোম আবিষ্কারক কে? ➟ ড. মাকসুদুল আলম
পাবর্ত্য অঞ্চরের ১১টি ক্ষৃ জাতি গোষ্টির জন্য প্রথম রোডিও ➟ জুমল্যান্ড রেডিও।
পায়রা বন্দর কোথায় অবস্থিত? ➟ কলাপাড়া , পটুয়াখালী
পিভট টু এশিয়া কী ? ➟ ভবিষত্ অর্থনীতির প্রাণকেন্দ্র এশিয়াকে নিয়ন্ত্রণে ওবামার একটি নীতি।
পূর্ণ মন্ত্রী (প্রধানমন্ত্রী সহ) ➟ ৩৩জন।
পৃথিবীর একমাত্র মিঠাপানির জলাবন কোনটি? ➟ রাতারগুল জলাবন, সিলেট।
পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? ➟ ২য়। শীর্ষ চীন।
প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির অর্থনীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ➟ ২২তম ( শীর্ষ পাপুয়া নিউগিনি)
প্রথম বাংলাদেশি হিসেবে কে সেভেন সামিট জয় করেন ? ➟ ওয়াসফিয়া নাজরিন।
প্রথম বাংলাদেশি হিসেবে কে স্থায়ী সালিশি আদালতের বিচারক হন ? ➟ – বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম, বিচারপতি , আওলাদ আলী ,
প্রথম বাংলাদেশি হিসেবে দু‘বার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার )লাভ করেন ? ➟ নাফিস বিন জাফর (পাইরেটস অব দি ক্যারিয়ান: অ্যাট ওয়াল্ডস এন্ড। ও হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন টু। সিনেমায় বিধ্বংসী এনিমেশন করার জন্য)
প্রস্তাবিত ‘খান জাহান আলী বিমানবন্দর’ নির্মিত হবে ➟ রামপাল, বাগের হাট।
প্রাচ্যের ল্যানসেট নামে পরিচিত ➟ -ICDDRB’ এর Journal of Health, Population, and Nutrition
ফর্বেস ম্যাগাজিনের -২০১৫সালের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত ? ➟ ৫৯টি।
ফান্ড ফর পিস এর প্রকাশিত তালিকায় ভঙ্গুর রাষ্ট্র হিসেব বাংলাদেশের অবস্থান ➟ ৩২(শীর্ষ ভঙ্গুর > দক্ষিণ সুদান ,সবচয়ে কম ভঙ্গুর >> ফিনল্যান্ড )
ফিরে দেখো ‘৭১ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ‘ ভাস্কর্য কোথায় অবস্থিত ? ➟ নারায়ন গঞ্জ পুলিশ লাইনে
বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার-২০১৫ পান কে কে? ➟ অধ্যাপক মনিরুল হাসান (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়), র্যা ব, নওগাঁ েইনশিয়েটিভস ফর সোসাইটি হেরিটেজ এন্ড নেচার এবং মো: হামিদ মাস্টার। (এই পুরস্কার প্রথম দেওয়া হয় ২০১০সালে )
বঙ্গবন্ধু সেনানিবাস কোথায় অবস্থিত? ➟ বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ,কালিহাতী ,টাঙ্গাইল।
বঙ্গবন্ধু স্যাটেল্যাইট উতক্ষেপণ এবং উত্ক্ষেপণ পরবর্তী পরিচালনা করবে কোন সংগঠন ? ➟ থ্যালেস অ্যালেনিয়া স্পেস ( ফ্রান্স )
বঙ্গবন্ধু স্যাটেল্যাইট এর আয়ুষ্কাল কত? ➟ ১৫বছর(তবে ৪৫ বছর পর্যন্ত বাড়ানো যাবে।
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘জনকের মুখ’ কোন ধরনের গ্রন্থ ? ➟ ছোটগল্পের সংকলন(সংকলক / সম্পাদক> আখতার হোসেন। )
বঙ্গসাগরের উপকূলীয় অঞ্চলের কতটি রুট দিয়ে মানব পাচার হয় ? ➟ ৯টি।
বরেন্দ্রভূমির আয়তন কত? ➟ ৯৩২০বর্গ কিলোমিটার।
বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য ‘ফাস্ট ট্র্যাক ’ প্রকল্প কয়টি ? ➟ ৮টি
বর্তমানে কতটি সামাজিক নিরাপত্তাসূচক কর্মসূচি চালু আছে? ➟ ১৪৫টি।
বর্তমানে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? ➟ ২.০৯, ৫০০জন।
বর্তমানে চালুকৃত সীমান্ত হাটের সংখ্যা কয়টি? ➟ ৪টি।
বর্তমানে দেশে ব্যাংক -বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি ? ➟ ৩২টি।
বর্তমানে দেশে হাতির সংখ্যা কতটি? ➟ ২০০টি।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত সীমানা কত? ➟ ২কি.মি।
বর্তমানে বাংলাদেশ বিমানে অভ্যন্তরীন রুট কতটি ? ➟ ৭টি(সৈয়দপুর, রাজশাহী, চট্টগ্রাম ,সিলেট, বরিশাল, যশোর,ও কক্সবাজার )
বর্তমানে বাংলাদেশ বেকার লোকের সংখ্যা ? ➟ ২৫ লাখ ৮০ হাজার। (সূত্র শ্রমশক্তি জরিপ ২০১৩(
বর্তমানে বাংলাদেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা কতটি? ➟ ৩,৬৭৪জন। ঝুঁকিতে ১৪,৩০০জন।
বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? ➟ যুক্তরাজ্য( ২য় > দক্ষিণ কোরিয়া , ৩য় > পাকিস্তান )
বর্তমানে বাংলাদেশে মন্ত্রিসভার মোট সদস্য কতজন ? ➟ ৫৩জন।
বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি ? ➟ ৫টি।
বর্তমানে বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে কতটি ? ➟ ১৪৫টি
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু ঋণ কত? ➟ ৩২,০০০টাকা
বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে কাযক্রম চলছে এমন বেসকরকারি এফএম রেডিও কতটি? ➟ ১২টি। (সর্বশেষ রেডিও নেক্সট )
বর্তমানে সুন্দরবনে রযেল বেঙ্গল টাইগার সংখ্যা কত? ➟ ১০৬
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? ➟ প্যারিসে( অক্টোবর -২০১৫) প্রথম > ঢাকায় ২০০২
বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জিতেছে? ➟ ২০টি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত এলাকাটি কোথায় অবস্থিত? ➟ মহুরীর চর (ফেনী)
বাংলাদেশ কবে সর্বশেষ কৃষি শুমারি করা হয়ে ? ➟ ২০০৮ সালে।
বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি ’ জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় ? ➟ ১৫ ডি: ২০১৪
বাংলাদেশ -কলকাতা চলাচলকারী ট্রেনের নাম কি? ➟ মৈত্রী এক্সপ্রেস।
বাংলাদেশ কোন দেশ হতে সর্বাধিক আমদানি করে ? ➟ চীন
বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে ? ➟ যুক্তরাষ্ট্র( ২য় জার্মানি ৩য় যুক্তরাজ্য)
বাংলাদেশ ক্রিকেট দল িএখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে কতটি সিরিজি ও হোয়াইট ওয়াশ করেছে? ➟ মোট সিরিজ জয় > ২০টি। মোট হোয়াইট ওয়াশ ৭টি দেশকে ১১বার।
বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে র্যাংকিং কত? ➟ ৭
বাংলাদেশ -চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশের কতটি রোড সংযু্ক্ত হতে যাচ্ছে? ➟ ৮টি। মোট দৈঘ্য হবে ৬০০ কি.মি।
বাংলাদেশ ছাড়াও কোন কোন দেশের জাতীয় পাখি দোয়েল? ➟ যুক্তরাজ্য(কমলা রংগের রোবিন বা দেয়েল ), সুইডেন।
বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কতটি পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে? ➟ ৭২৯টি(বাণিজ্য মন্ত্রী ২৪জুন, ২০১৫)
বাংলাদেশ থেকে হিমায়তি চিংড়ি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ➟ বেলজিয়াম ( যুক্তরাজ্য ২য়)
বাংলাদেশ প্রথম কোন দেশে চাল রপ্তানি করে ? ➟ শ্রীলংকায়
বাংলাদেশ বিমানবাহিনীীতে প্রথমবারের মতো সমারিক নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন কে কে? ➟ নাইমা হক, তামান্না -ই- লুতফি।
বাংলাদেশ বিশ্বের কত তম দেশ হিসেবে জেনেটিক্যালি মডিফাইড শস্য হিসেবে বিটি বেগুনের বাণিজ্যিক চাষের অনুমোদন পায় ? ➟ ২৯তম।
বাংলাদেশ -ভারত এর চতুর্থ সীমান্ত হাট ➟ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়
বাংলাদেশ -ভারত মৈত্রী সেতু কোথায় নির্মাণ করা হবে ? ➟ ফেনী নদীর ওপর
বাংলাদেশ -ভারত স্থলসীমান্ত চুক্তি -১৯৭৪’ কার্যকর হয় ➟ ৬জুন ২০১৫
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। মোট আমদানির ৩১.৮%
বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। মোট রপ্তানির ১৬.১%।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ভারতের সঞ্চার নিগম লিমিটেড এর কাছে বাংলাদেশের কোথায় ব্যান্ড উইথ ইজারা দেয় ? ➟ আখাউড়ায়।
বাংলাদেশকে উপহার দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ও দ্বিতীয় জাহাজের নাম কি? ➟ ১ম>বিএনএস সমুদ্র জয়(যুক্তরাষ্টীয় নাম> কাটার জারভিজ, ২য়> বিএনএস সমুদ্র অভিযানযুক্তরাষ্টীয় নাম> কাটার রাশ।
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষমাত্রা কোন সালের মধ্যে? ➟ ২০২১
বাংলাদেশ-ভারত ছিটমহল কার্যকর হয় কবে? ➟ ১ আগস্ট ২০১৫
বাংলাদেশর প্রধান অর্থকরী ফসল কোনটি? ➟ আলু ( আগে ছিল পাট)
বাংলাদেশে কতটি সম্ভাবনাময় কৃষি ঐতিহ্য রয়েছে? ➟ ৫টি।
বাংলাদেশে কবে এলডিসি -এর তালিকাভুক্ত হয় ? ➟ ১৯৭৫সালে। (জাতিসংঘ প্রথম তালিকা প্রকাশ করে > ১৯৭১সালে )
বাংলাদেশে ক্রিকেট দল ১৯৯৯ বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্ত মোট কতটি ম্যাচ যেতে ? ➟ ১১টি ( ২০১৫ > ৩টি)
বাংলাদেশে ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে মোট কতটি বাংলাওয়াশ করেছে? ➟ ১১টি। দ্বিপাক্ষিক সিরিজ জয় > ১৯টি।
বাংলাদেশে চালুকৃত একমাত্র বিদেশী বীমা কোনটি? ➟ মেট লাইফ
বাংলাদেশে প্রকাশিত বাংলা ও ইরেজি দৈনিক পত্রিকার সংখ্যাক কতটি? ➟ ৮৮৫টি। িএর মধ্যে বাংলা > ৮১৯টি , ইংরেজী ৬৬টি।
বাংলাদেশে প্রথম এলইইডি প্লাটিনাম’ সনদ পাওয়া প্রথম পোশাক কারখান কোনটি ? ➟ ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিডেট; ইশ্বরদী ইপিজেড।
বাংলাদেশে প্রথম প্রাকৃতিক সংরক্ষণাগার কোথায় ? ➟ রাজশাহীর বোয়ালিয়ায় আকাফুজি নার্সারিতে।
বাংলাদেশে বর্তমানে চা বাগানের সংখ্যা কতটি? ➟ ১৬৬টি।
বাংলাদেশে বর্তমানে বস্তির সংখ্যা কত? ➟ ১৩, ৯৪৩টি।
বাংলাদেশে বর্তমানে ব্যাংক কয়টি? ➟ ৬টি ( ১০, ২০, , ৫০, ১০০, ৫০০, ১০০০)
বাংলাদেশে বর্তমানে সরকারি নোট কয়টি? ➟ ৩টি। ( ১, ২, ৫ )
বাংলাদেশে ভয়াবহ খরা হয় কবে? ➟ ১৯৫৭, ১৯৭৮, ১৯৭9
বাংলাদেশে মোট কতটি তেল রিফাইনারী বা পরিশোধন কেন্দ্র আছে ? ➟ ১৪টি। তার মধ্যে ৪টি সরকারি ১০টি বেসরকারী।
বাংলাদেশে মোট কতটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর আছে? ➟ ১৯টি। (সর্বশেষ বাঘা জাদুঘর , রাজশাহী )
বাংলাদেশের ‘আমাজন’ খ্যাত কে? ➟ রাতারগুল জলাবন, সিলেট।
বাংলাদেশের ১ম কৃত্রিম উপগ্রহ কোনটি? ➟ -বঙ্গবন্ধু স্যাটেল্যাইট (উতক্ষেপণ করা হবে ২০১৭সালের ১৬ডি: )। এজন্য ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ কক্ষপথ ভাড়া নেওয়া হয়। গাজীপুরের জয়দেব পুর, রাঙামাটির বেতবুনিয়ায় েএটির দুটি গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হবে।মো্ট ব্যয় হবে ২৯৬৭কোটি টাকা। পৃথিবীতে বর্তমানে ৫৭টি আছে।
বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতির নাম কি? ➟ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বাংলাদেশের GSP সুবিধা যুক্তরাষ্ট্র বাতিল করে কবে? ➟ ২০১৩সালে।
বাংলাদেশের আমদানির বড় অংশই বস্ত্র
বাংলাদেশের আমাজন কাকে বলে? ➟ রাতারগুল জলাবনকে
বাংলাদেশের একমাত্র কোন বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে? ➟ সিলেট
বাংলাদেশের কোন উপজেলার সর্বপ্রথম মোবাইল অ্যাপস তৈরি করে? ➟ খাগড়াছড়ির মাটিরাঙা
বাংলাদেশের কোন দেশের বাণিজ্যঘাটতি বেশি ? ➟ ভারত
বাংলাদেশের কোন নদীতে ট্যানেল নির্মাণ করা হবে ? কোন দেশ করবে ? ➟ কর্ণফূলী নদীতে। চীন করবে।
বাংলাদেশের গারো জাতিসত্তার ভাষার নাম কি? ➟ মান্দি খুসিক।
বাংলাদেশের তৈরি প্রথম গ্যাসবাহী জাহাজের নাম কি? ➟ এম টি ওমেরা প্রিন্সেস।
বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কি? ➟ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের প্রকৃতি কন্যা নামে খ্যাত কে? ➟ জাফলং , সিলেট।
বাংলাদেশের প্রথম অপটিক্যাল কারেক্টার রিকগনিশন (OCR)এর নাম কি? ➟ পুঁথি।
বাংলাদেশের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হচ্ছে ➟ বাগের হাটের মংলায় (২০৫ একর জমির উপর )এখন পর্যন্ত মোট ৩০টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করবে Bangldesh Economic Zone Authority(BEZA)
বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কোথায় অবস্থিত ? ➟ কলাপাড়া , পটুয়াখালী
বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি ? ➟ ওরা ১১ জন। (চাষী নজরুল ইসলাম )
বাংলাদেশের বর্তমান জিডিপি কত/ ➟ ৬.৫১%।
বাংলাদেশের বর্তমানে বৈদেশিক রির্জাভ কত? ➟ ২৪বিলিয়ন মার্কিন ডলার ( সার্কভুক্ত দেশে বাংলাদেশ ২য়)
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে? ➟ অধ্যাপক আব্দুল মান্নান।
বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার কোনটি? ➟ দত্তকনগর কৃষি খামার (ঝিনাইদহ জেলার মহেশপুর। )
বাংলাদেশের মানুষকে Water People কে হিসেবে অভিহিত করে? ➟ ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম।
বাংলাদেশের মোট স্থল বন্দর কতটি ? ➟ ২২টি।
বাংলাদেশের রপ্তানির প্রধান অংশীদার যুক্তরাষ্ট্র ও েইউরোপিয়ান ইউনিয়ান , যার মধ্যে জার্মানি ও ও যুক্তরাজ্য বৃহত্তম বাজার
বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি? ➟ আলিকদম -থানচি। উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ২৫০০ ফুট)
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ➟ মোদকটং বা সাফা হাফং (উচ্চতা > ৩৪৫১ফুট, ১০৫২মিটার)। প্রচলিত তথ্য কেওক্রাডাং > ৩২০৫ফুট, তাজিং ডং ২৭৯২ফুট।
বাংলাদেশের সিনিয়র সিটিজেনের বয়স কত? ➟ ষাটোর্ধ্ব (২৭নভে: ২০১৪সালে স্বীকৃতি ) মোট ১ কোটি ৩০লাখ।
বাংলাদেশের স্থলসীমান্ত দিয়ে কতটি রুটে ভারতে মানবপাচার করা হয় ? ➟ ১৫টি।
বিদেশে বাংলাদেশের মিশন কয়টি ? ➟ ৫৩টি দেশে ৬৯টি মিশন।
বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে বাংলাদেশের নেওয়া ঋণের সুদের হার কত? ➟ ০.৭৫%। যেকোন ঋণ ৪০ বছরে শোধ করতে হয়।
বিশ্ব বসবাসের তালিকায় নিকৃষ্ট শহর ➟ দামেষ্ক, সিরিয়া, (ঢাকা ২য়)
বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে? ➟ মাহমুদুল্লাহ।
বিশ্বকাপ ক্রিকেট-২০১৫ তে বাংলাদেশী কোন ক্রিকেটার সর্বোচ্চ সংখ্যক রান করেন? ➟ মাহমুদুল্লাহ( ৩৬৫)
বিশ্ববাংক কবে বাংলাদেশকে নিম্ম মধ্যম আয়ের দেশে অন্তর্ভূক্ত করে ? ➟ ১জুলাই , ২০১৫
বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ➟ ৫৭তম ( শীর্ষ নরওয়ে) সার্কভুক্ত দেশে > ৬ষ্ঠ(শীর্ষ মালদ্বীপ)
বিশ্বব্যাংকে বাংলাদেশের ভোটের হার কত? ➟ -০.৫৫%
বিশ্বব্যাংকের তথ্যমতে বাংলাদেশের মাথাপিছু আর্ন কত? ➟ ১০৮০ মার্কিন ডলার।
বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান কত? ➟ ৬৩ (১ম ডেনমার্ক, ২য় ফিনল্যান্ড )
বিশ্বে বাংলাদেশের অর্থনীতি কততম? ➟ নমিন্যাল মূল্যের ভিত্তিতে ৫৮তম।ক্রয় ক্ষমতার ভিত্তিতে ৩৬তম।
বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কর্মী যাচ্ছে ? ➟ ১৬০টি।
বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কর্মী রয়েছে? ➟ ১৬০টি। মোট > ৯৩, ৪১, ৩৭৭জনএর মধ্যে নারী ৩, ৯২, ৬৫৬জন। প্রবাসী ও কল্যাণ মন্ত্রী , ১০জুন, ২০১৫)
বিশ্বের প্রথম কোন দেশে ফ্রাংকো -জার্মান দূতাবাস স্থাপন করা হয় ? ➟ বাংলাদেশে।
বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব নিট পোশাক কারখানা কোথায় ? ➟ নারায়নগঞ্জের ‘ প্লামি ফ্যাশনস লিমিটেড’।
বিশ্বের বৃহত্তম ডিজিটাল ঘড়ি কোথায় ? ➟ বাংলাদেশে ( রাজশাহীতে )
বিশ্বের সর্ববৃত্ ওয়েবসাইটের নাম ? ➟ জাতীয় তথ্য বাতায়ন। bangladesh.gov.bd (২৫,০০০ ওয়েবসাইট , ৪২,০০০দপ্তর,২০লাখ কন্টেন্ট, ৪৫হাজারের অধিক ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তির ছবি ও ৭ লাখ আমলাদের তথ্য্।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত তারিখে বাংলাদেশ সফর করেন ?‘ ➟ ৬-৭জুন।
ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোনটি ? ➟ আসামের গুয়াহাটি।
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পুরুস্কার ‘বঙ্গবিভূষণ’ -২০১৫সালে কোন বাংলাদেশীকে দেওয়া হয় ? ➟ ফিরোজা বেগমকে।
ভারতের মহাকাশ পর্যবেক্ষণের স্যাটেলাইটের নাম কি? ➟ অ্যাস্ট্রোস্যাট
ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্য কয়টি? ➟ ৪টি। ( আসাম, মিজোরাম, ত্রিপুরা। )
মরুদ্বীপ ‘ ৭১ স্বাধীনতা পার্ক’ কোথায় অবস্থিত? ➟ কটিয়াদী , কিশোর গঞ্জ।
মহিলা মন্ত্রী কতজন ? ➟ ৫জন।
মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি? ➟ সারফেস বুক।
মাছের লবন নিয়ন্ত্রণকারী ও লবণ সহনশীল জিন সনাক্ত করেন? ➟ অধ্যাপক মুহাম্মদ ইউসুফ আলী(খুলনা বিশ্ববিদ্যালয়)
মারমাদের মৌজাপ্রধানকে কী বলা হয় ? ➟ হেডম্যান।
মালয়েশিয়া বাংলাদেশকে কতটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে? ➟ ২৯৭টি।
মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ এর প্রকল্প পরিচালক কে? ➟ হারুন-উর-রশিদ।
মুক্তিযুদ্ধ:সত্যের মুখোমুখি বইটির লেখক কে ? ➟ অধ্যাপক আবু সাইয়িদ
মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন , শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন কোথায় অবস্থিত? ➟ যথাক্রমে যশোর, রংপুর, ও ময়মনসিংহে।
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয়গাঁথা’ কোথায় অবস্থিত? ➟ রংপুর সেনানিবাস
মুক্তিযুদ্ধে ব্যবহৃত উড়োজাহাজ ও হেলিক্যাপ্টারের নাম কি? ➟ উড়োজাহাজ > ডাকোটা , হেলিক্যাপ্টার >> হকার হন্টার।
মুক্তিযোদ্ধা নির্ধারণে সর্বনিম্ম বয়স কত? ➟ ১৩বছর।
মেঘদূত, ময়ুর পঙ্কী কি? ➟ বাংলাদেশ বিমানের নতুন বিমান।
মোট আমদানির অর্ধেক ই আসে চীন ও ভারত থেকে
যুক্তরাজ্যের জেমস্ টেইট ব্লাক এ্যাওয়ার্ড -২০১৫ কে পায় ? ➟ বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ ঔপন্যাসিক জিয়া হায়দার।তাঁর প্রথম উপন্যাস ‘ইন দ্য লাইট অব হোয়াইট উই নো।
যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সাময়িকী ফরেন পলিসির এ বছরের বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কততম? ➟ ১৩তম
রবীন্দ্র পুরস্কার -২০১৫ কে কে পান ? ➟ অধ্যাপক সনাত কুমার সাহা ও সাদি মোহাম্মদ।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি? ➟ ৬টি(সোনালি , রুপালি, জনতা, বেসিক, বিডিবিএল)
রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান ? ➟ ৭ম।
লুনা, তারাপুরী, কাজলা, নয়নতারা, বিজয় প্রভৃতিকি? ➟ নতুন জাতের হাইব্রিড বেগুন।
শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি ? ➟ বাংলাদেশ।
শিল্পনীতি -২০১৫ তে জাতীয় অর্থনীতে শিল্পখাতের কত শতাংশের বাড়ানোর কথা বলা হয়েছে ? ➟ ৪০% এবং শ্রম শক্তির ২৫%।
শিল্পনীতি কত বছর পর পর পরিবর্তন করা হয় ? ➟ ৩বছর।
শুভ্রা , স্বর্ণা কি? ➟ উন্নত জাতের লেয়ার মুরগি ( বাংলাদেশ কর্তৃক উদ্ভাবিত )
শ্যালা নদী কোথায় অবস্থিত ? ➟ সুন্দরবনে
সবার জন্য বিদ্যু সুবিধা নিশ্চিত করার লক্ষমাত্রা কোন সালের মধ্যে ➟ ২০২১সালের।
সমুদ্র পথে গত এক বছরে বাংলাদেশ -মিয়ানমার হতে পাচার বেড়েছে ➟ ৬১%।
সমুদ্রবন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ওহুশিয়ারী সংকেত কতটি ? ➟ ১১টি।
সম্প্রতি কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের মূর্তি স্থাপন করা হয় ? ➟ -কলকাতার ওয়াক্স মিউজিয়ামে।
সম্প্রতি কোন জেলায় চা চাষ শুরু করা হয ? ➟ নীলফামারী তে।
সম্প্রতি কোন দুটি উপজাতির নাম বাংলাদেশে বাদ দেওযা হয়েছে? ➟ উসুই , মং
সম্প্রতি কোন দেশে গণকবর পাওয়া যায়? ➟ থাইল্যান্ডে। সাদা প্রদেশে।
সম্প্রতি বাংলাদেশ উন্নয়ন ফোরাম বৈঠকে কতটি দেশ অংশগ্রহণ করে? ➟ ৩৩টি দাতা সংগঠন ও দেশের প্রতিনিধি।
সম্প্রতি বাংলাদেশ যুদ্ধবিমান ‘ইয়াক -১৩০’ কোন দেশ থেকে কেনে? ➟ রাশিয়া
সরকারিভাবে স্বীকৃত দেশের নৃ- গোষ্টির সংখ্যা কতটি? ➟ ৪৮টি। (উসুই ও মং বাদ )
সর্বশেষ বাংলাদেশ উন্নয়ন ফোরাম সম্মেলন অনুষ্ঠিত হয় ? ➟ ১৫-১৬ নভে: ২০১৫ , ঢাকা ,।
সাঁওতালদের গ্রাম প্রধানদের বলে ➟ মাজি
সার্ক সাংস্কৃতিক ঐতিহ্য বছর কোনটি ? ➟ ২০১৬সাল।
সিংনাথ, দোহাজারী, খটখটিয়া কোন কৃষিপণ্যের নতুন জাত ? ➟ বিটি বেগুন।
সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের বর্তমান পদবী কে? ➟ সেনা>> চিপ অব আর্মি স্টাফ , বিমান >> চিফ অব এয়ার স্টাফ।
এশিয়া প্রটেকটেড পার্টনারসিপের প্রথম সদস্য কে? ➟ বাংলাদেশ বন বিভাগ