
ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1
1. কোনটি অন্তরীপ নয়?
- চার্চিল
- কিনসু
- উত্তমাশা
- লিসবার্ণ
2. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
- বেরিং
- ফ্লোরিডা
- পক
- জিব্রাল্টার
3. নিরক্ষীয় অঞ্চলের পানি—
- উষ্ণ ও হালকা
- উষ্ণ ও ভারী
- শীতল ও হালকা
- শীতল ও ভারী
4. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
- হরমুজ
- বসফরাস
- দার্দানেলিস
- জিব্রাল্টার
5. কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
- ২২ ডিসেম্বর ও ২২ মার্চ
- ২১ জুন ও ২২ মার্চ
- ২১ জুন ও ২২ ডিসেম্বর
6. বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে
- ডেবোনিয়ান যুগের
- প্লাইসটোসিন যুগের
- টারশিয়ারী যুগের
- মায়োসিন যুগের
7. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
- প্রাকৃতিক পরিবেশ
- সামাজিক পরিবেশ
- বায়বীয় পরিবেশ
- সাংস্কৃতিক পরিবেশ
8. কোথায় দিন-রাত্রি সর্বত্র সমান?
- মেরু অঞ্চলে
- নিরক্ষরেখায়
- উত্তর গোলোর্ধে
- দক্ষিণ গোলার্ধে
9. চীন সাগরে সৃষ্ট ঘূণিঝড়কে বলে______
- টর্নেডো
- টাইফুন
- সাইক্লোন
- হ্যারিকেন
10. ঘূণিঝড়ের বাতাসের বেগ ঘণ্টায়_______
- ৬২কি.মি বা তার বেশি ।
- ৬০কি.মি বা তার বেশি ।
- ৬৩কি.মি বা তার বেশি ।
- ৬৮কি.মি বা তার কম ।
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।