
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 63
621. ‘সীমান্তের চিঠি’ নামক ভ্রমণকাহিনীর লেখক কে?
- নূরুল মোমেন
- সানাউল হক
- ইব্রাহিম খলিল
- মোহাম্মদ জাফর ইকবাল
622. সালাম সালাম হাজার সালাম’-গানটির গীতিকার কে?
- গোবিন্দ হালদার
- আবু জাফর শামসুদ্দীন
- আবুদল গাফফার চৌধুরীর
- গাজী মাজহারুল ইসলাম
623. ‘টোনাটুনির বই’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
- সত্যেন্দ্রনাথ দত্ত
- সুকুমার রায়
- দক্ষিণারঞ্জন মিত্র
- উপেন্দ্রকিশোর রায়
624. ‘কলিকাতা কমলালয়’, ‘নববাবু বিলাস’ গ্রন্থ দু’টির রচয়িতা কে?
- তারাচরণ শিকদার
- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
- কালী প্রসন্ন সিংহ
- কালী প্রসন্ন ঘোষ
625. ‘থাইল্যাণ্ড’ শব্দের অর্থ কি?
- উচ্চভূমি
- নিম্নভূমি
- যুক্তভূমি
- মুক্তভূমি
626. ভাব-সম্প্রসারণের তিনটি লক্ষণীয় অংশ কি কি?
- বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও দৃষ্টান্ত
- বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও ভাবার্থ
- আভিধানিক অর্থ, ব্যবহৃত অর্থ ও উপমা
- মূলভাব, আনুষঙ্গিক ভাব ও সহযোগী ভাব
627. ডায়নোসোর কোন মহাযুগের অধিবাসী ছিল?
- সিনোজোয়িক
- মেসোজোয়িক
- পেলিওজোয়িক
- আকৃতজোয়িক
628. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
- কমা
- ড্যাশ
- সেমিকোলন
- হাইফেন
629. Microbiology-এর পরিভাষা নিম্নের কোনটি?
- অনুপ্রাণ বিজ্ঞান
- অণুজীব বিজ্ঞান
- জীবাণু বিজ্ঞান
- কোনটিই না
630. ‘ছন্দ চতুর্দশী’ কার সনেট সংকলন?
- সত্যেন্দ্রনাথ দত্ত
- প্রমথ চৌধুরী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মোহিতলাল মজুমদার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।