
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 8
71. বাংলাদেশের কোথায় সুরমা অও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে ?
- চাঁদপুর
- আজমিরীগঞ্জ
- ভৈরব
- দেওয়ানগঞ্জ
72. ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কবে স্থাপিত হয়?
- ১৯৫৮ সালে
- ১৯৬০ সালে
- ১৯৬১ সালে
- ১৯৬৫ সালে
73. বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি?
- রণ তরী
- প্রগতি
- জীবন তরী
- আলো
74. বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়ের দিন ম্যান অফ দ্যা ম্যাচ কে হয়েছিলেন??
- নাইমুর রহমান
- খালেদ মাহমুদ
- মিনহাজুল আবেদীন
- খালেদ মাসুদ
75. বাংলাদেশের প্রথম মহিলা এস.পি?
- সুরাইয়া রহমান
- বেগম রওশন আরা
- মিসেস কামরুন্নাহার লাইলী
- কানিজ ফাতেমা রোকশানা
76. দেশের প্রাচীনতম মসজিদ কোনটি?
- সাত গুম্বুজ মসজিদ
- ছোট সোনা মসজিদ
- ষাট গুম্বুজ মসজিদ
- বিনতি বিবির মসজিদ
77. বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দেবে-
- ভারত
- মালয়েশিয়া
- রাশিয়া
- জাপান
78. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
- বগুড়া ও দিনাজপুর অঞ্চল
- কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
- ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
- বৃহত্তর সিলেট অঞ্চল
79. বাংলাদেশের জাতীয় প্রতীক কী?
- নৌকা
- দোয়েল
- শাপলা
- ধানের শীষ
80. ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব ?
- খ্রিস্টানদের
- চাকমাদের
- বৌদ্ধদের
- হিন্দুদের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।