
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 55
541. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন ?
- ১ জানুয়ারী, ১৯৭২
- ১০ জানুয়ারি, ১৯৭২
- ২৩ মার্চ, ১৯৭২
- ১৭ এপ্রিল, ১৯৭২
542. কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন ?(Which Bengali poet was awarded the title ‘Knight’ ?)
- Kazi Nazrul Islam
- Shukumar roy
- Rabindra Nath Tagore
- Satyendranath Datta
543. ম্যাডোনা ১৯৪৩’ হলো –
- কামরুল হাসানের চিত্রকর্ম
- রশীদ চৌধুরীর টেরাকোটা
- জয়নুল আবেদীনের চিত্রকর্ম
- জহির রায়হানের চলচ্চিত্র
544. শিল্পাচার্য জয়নুল আবেদীনের চিত্রকর্ম কোনটি ?
- সংগ্রাম
- নবান্ন
- ম্যাডোনা-৪৩
- বর্ণিত সবকয়টি
545. লালন ফকির সমধিক পরিচিত –
- বাউল
- আউল
- সুফি
- দরবেশ হিসেবে
546. শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচীতে নিয়ে যাওয়া হয় ৭১ এর –
- ২৫ মার্চ রাতে
- ২৬ মার্চ রাতে
- ২৭মার্চ রাতে
- ২৮ মার্চ রাতে
547. বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ আলি আকবর খাঁর পিতা –
- আলাউদ্দিন খাঁ
- আফতাবুদ্দিন খাঁ
- আয়াত আলি খাঁ
- বিসমিল্লাহ খাঁ
548. তিনবিঘা করিডোরের আয়তন কত ?
- ১৭৮ ×৮৫ মিটার
- ১৮৩ ×৮৭ মিটার
- ১৮৭ ×৯৩ মিটার
- ১৭৫ ×৭১ মিটার
549. বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে ?
- ৯৯টি
- ১০৫টি
- ১১১টি
- ১২২টি
550. বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় –
- দর্শনা-কুষ্টিয়া
- ঢাকা-সিলেট
- দর্শনা-গোয়ালন্দ
- কুস্তিয়া-গোয়ালন্দ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।