বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 49

অণুজীব

বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 49

481. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অর্থ বিভাগের প্রক্ষেপণ অনুযায়ী, দারিদ্র্যের উর্ধ্বসীমা কত?

  1. 0.2565
  2. 0.2475
  3. 0.255
  4. 0.243

482. পর্যটন শিল্পের প্রচার ও বিপননের জন্য ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য কোন নামটি চূড়ান্ত করা হয়?

  1. স্বর্গের রানী
  2. ইলিশ রাজ্য
  3. দুধের রাজ্য
  4. দ্বীপের রানী

483. ২০১৫ সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশী অংশগ্রহণ করে?

  1. ১৫ জন
  2. ১২ জন
  3. ১৩ জন
  4. ১১ জন

484. ২০১৫ সালের বিশ্ব খাদ্য পুরুস্কার লাভ করেন কোন বাংলাদেশী?

  1. আমজাদ খান চৌধুরী
  2. স্যার ফজলে হাসান আবেদ
  3. ড. মুহাম্মদ ইউনুস
  4. অ্যাভোকেট কামরুল ইসলাম

485. র‍্যাব এর প্রথম মহাপরিচালক ছিলেন কে?

  1. বেনজীর আহমেদ
  2. আসাদুজ্জামান মিয়া
  3. মোখলেছুর রহমান
  4. আনয়ারুল ইকবাল

486. বেসিক ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে কবে?

  1. ২৪ শে জানুয়ারি ১৯৮৯
  2. ২৩ শে জানুয়ারি ১৯৮৯
  3. ২১ শে জানুয়ারি ১৯৮৯
  4. ২২ শে জানুয়ারি ১৯৮৯

487. দেশের প্রথম স্যাটেলাইট এর নাম কি?

  1. বঙ্গবন্ধু-১
  2. বঙ্গবন্ধু
  3. বঙ্গবন্ধু-২
  4. কোনটিই নয়

488. বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের প্রধান বিচারপতি কে?

  1. বিচারপতি যোগেশ চন্দ্র দাস
  2. বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
  3. বিচারপতি গৌর গোপাল সাহা
  4. বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর

489. ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় কততম ভিসা সেন্টার চালু করা হয়?

  1. চতুর্থ
  2. ষষ্ঠ
  3. সপ্তম
  4. অষ্টম

490. নতুন উপজেলা গঠনের জন্য নূন্যতম কতটি ইউনিয়ন থাকতে হবে?

  1. ৭-৮ টি
  2. ৫-৬ টি
  3. ৬-৭ টি
  4. কোনটিই নয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline