ঢাকায় হয়ে গেল ৩ দিন ব্যাপী জাতীয় সবজি মেলা

 
IMG_20160117_132607
গত ১৭ ই জানুয়ারী থেকে শুরু হয়ে আজ ১৯ শে জানুয়ারী রাজধানীর ফার্মগেটে কৃষি খামার সড়কের আ.কা.মু গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বরে ৩দিন ব্যাপী জাতীয় সবজি মেলা শেষ হলো । মেলা উপলক্ষে গত ১৭ জানুয়ারি রবিবার সকাল ৯ টায় মানিক মিয়া এভিনিউ ও কৃষি খামার সড়কে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা র‍্যালি হতে শুরু হয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে শেষ হয় । র‍্যালিতে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ জনাব মোঃ হামিদুর রহমান, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকবৃন্দ । র‍্যালি শেষে কৃষিবিদ ইনস্টিটিউশনের  অডিটরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, মাননীয় পানিসম্পদ মন্ত্রী জনাব আনিছুল ইসলাম মাহমুদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. শহীদুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান জনাব ড. আবুল কালাম আযাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ জনাব মোঃ হামিদুর রহমান।
IMG_20160117_124509
 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় কৃষি মন্ত্রি বেগম মতিয়া চৌধুরী বলেন বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে। আয়তনে অনেক ছোট হয়েও এ অর্জন প্রশংসনীয়। বর্তমান সরকারের সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের কারনেই এটা সম্ভব হয়েছে। এছাড়াও এ অর্জনের পেছনে তিনি কৃষি বিজ্ঞানী, সম্প্রসারনবিদ ও সর্বপরি কৃষকদের অবদানের কথা স্বীকার করেন। তাছাড়া এই সেমিনারে বিষমুক্ত সবজি উৎপাদনের এটিতে বেশি গুরুত্ব দেয়া হয় । সেমিনারে মুক্ত আলোচনার সুযোগ দেয়া হয় । মুক্ত আলোচনায় কৃষক, কৃষি উদ্যোক্তা, প্রবাসী, কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণবিদ সহ বিভিন্ন স্তরের দর্শকবৃন্দ অংশগ্রহন করেন। এবারের মেলার প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল “হরেক রকম সবজি চাষে সারা বছর অভাব নাশে”
IMG_20160117_132537
সেমিনার শেষে কৃষিমন্ত্রিসহ সকল শ্রেনীর লোক সবজি মেলা ও প্রদর্শনী ঘুরে দেখেন । মেলায় দেশী বিদেশী ৭২ টি স্টলে ১১৮ প্রকারের সবজি প্রযুক্তি প্রদর্শন করা হয় । গত ১৭ তারিখ থেকে আজ পর‌্যন্ত মেলায় প্রচুর জনসমাগম ও প্রচুর বেচা বিক্রী দেখা গিয়াছে । মেলায় সবজি ছাড়াও বিভিন্ন সবজি বীজ কম্পানীর স্টল দেখা গিয়াছে । তাছাড়া সবজি উৎপাদনে নতুন নতুন প্রযুক্তি প্রদর্শন লক্ষ্য করা গিয়াছে, এর মধ্যে উল্লেখযোগ্য মাটি ছাড়া সবজি উৎপাদন হাইড্রোপনিক্স প্রযুক্তি

   
   

0 responses on "ঢাকায় হয়ে গেল ৩ দিন ব্যাপী জাতীয় সবজি মেলা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2025. All Right Reserved