
সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল । বাংলাদেশে সরিষার ফলন প্রতি হেক্টরে গড়ে ৮১০ কেজি । এদেশে ৩ প্রকার সরিষার চাষ হয় যেমন টরি, শ্বেত ও রাই । সরিষা ক্ষেতে বিভিন্ন রোগ হয়ে থাকে, এর মধ্যে পাতা ঝলসানো রোগ অন্যতম ।
অলটারনারিয়া ব্রাসিসি নামক ছত্রাক দ্বারা এ রোগের সৃষ্টি হয় । প্রাথমিক অবস্থায় সরিষা গাছের নিচে বয়স্ক পাতায় এ রোগের লক্ষন পরিলক্ষিত হয় । পরবর্তিতে এ ছত্রাকের আক্রমনে গাছের পাতা, কান্ড ও ফলে চক্রাকারে কালচে দাগের সৃষ্টি হয় । আক্রমনের মাত্রা বেশি হলে পাতা ঝলসে যায় । ফলে সরিষার ফলন খুব কমে যায় ।
- প্রতিকার
০১। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের চাষ করতে হবে । ধলি, দৌলত, বারি সরিষা-৭, বারি সরিষা-৮ ইত্যাদি জাত কিছুটা পাতা ঝলসানো রোগ সহনশীল।
০২। রোগমুক্ত বীজ বপন করতে হবে।
০৩। বীজ বপনের পূর্বে ভিটাভেক্স-২০০ অথবা ক্যাপ্টান দিয়ে(২-৩ গ্রাম ছত্রাক নাশক/কেজি বীজ) বীজ শোধন করে বপন করতে হবে।
০৪। এ রোগ দেখা দেওয়ার সাথে সাথে রোভরাল-৫০ ডব্লিউপি বা ডাইথেন এম-৪৫, ০.২% হারে (প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম) পানিতে মিশিয়ে ১০-১২ দিন পর পর ৩-৪ বার স্প্রে করতে হবে।
আরও পড়ুনঃ
জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন।
জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন।
জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন।
0 responses on "জেনে নিন সরিষার পাতা ঝলসানো রোগ দমন"