খাদ্যে বিষক্রিয়ার ফলে ৫০ জন ছাত্র-ছাত্রী হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্র-ছাত্রী স্থানীয় একটি হোটেলের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে আটজন শিক্ষার্থী মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুরের মাদারগঞ্জে মাঠ সফরে আসা ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী স্থানীয় একটি হোটেলের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে আটজন শিক্ষার্থী মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে হোটেলটির মালিক মাদারগঞ্জে পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর পালিয়েছেন। জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিভাগের স্নাতক সম্মান শেষ বর্ষের ৫০ জন শিক্ষার্থী পাঁচদিনের জন্য মাদারগঞ্জে মাঠ সফরে যান। তারা সবাই সোমবার রাত নয়টার দিকে স্থানীয় বালিজুড়ি বাজারের সজিব হোটেল নামের একটি খাবারের হোটেলে রাতের খাবার খান। খাওয়ার পর থেকেই তারা সবাই পেটে ব্যথা এবং বমি করেন। বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হন।

রাত তিনটার দিকে তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার ও নার্সেরা সারারাত ধরে তাদেরকে স্যালাইনসহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন। তাদের মধ্যে আটজন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, সাদিয়া জামান, আমরীন, ফাতেমা সুলতানা, সেলিনা আজমীর টুম্পা, আরিফাতুজ জান্নাত, সুহানা শারমিন, আফরোজা আকতার ও মিমি।

গুরুতর অসুস্থ ছাত্রী সেলিনা আজমির টুম্পা বলেন, হোটেল সজিবে সোমবার রাত নয়টায় রাতের খাবার খাওয়ার পর থেকেই পেটের ব্যথা, বমি এবং পাতলা পায়খানা শুরু হয়। সবারই একই অবস্থা হয়। পরে রাত তিনটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় আমাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেহেদি ইকবাল জানান, ওই শিক্ষার্থীরা খাদ্যে বিষক্রিয়ার ফলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাদেরকে সময়মতো চিকিৎসা দেওয়া হয়েছে। বিপদ কেটে গেছে। যারা ভর্তি আছেন তারা সবাই সুস্থ হয়ে উঠছেন। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুস্থতার খোঁজ-খবর নিয়েছি। এটি তদন্ত করে ওই খাবারের হোটেল মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন:

আজকের টিপস: বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিড

৩৮ তম বিসিএস প্রস্তুতি: দৈনন্দিন বিজ্ঞান

আহকাম মাহে রমাজান এবং রোজার

বিসিএস – প্রিলিমিনারি – সাধারণ বিজ্ঞান – পৌষ্টিকতন্ত্র ও রেচনতন্ত্র

ফোরাম প্রশ্নোত্তর – দৈনন্দিন বিজ্ঞান কোনটি কি কাজে ব্যবহৃ হয়

   
   
November 22, 2017 | 7 years আগে

0 responses on "খাদ্যে বিষক্রিয়ার ফলে ৫০ জন ছাত্র-ছাত্রী হাসপাতালে ভর্তি"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2025. All Right Reserved