আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 25

অণুজীব

আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 25

241. ডয়েচল‍্যান্ড কোন দেশের পূর্বনাম?

  1. অস্ট্রিয়া
  2. নেদারল্যান্ড
  3. জার্মানি
  4. পোলান্ড

242. বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়?

  1. ওয়ার্কাস,বেইজিং
  2. মারকানা,ব্রাজিল
  3. ইডেন গার্ডেন,কলকাতা
  4. আজটেক মেক্সিকো

243. আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা –

  1. Badel Powel
  2. Paul harris
  3. W.Silson
  4. H.Wilson

244. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো_

  1. জাতিসংঘভিত্তিক সংস্থা
  2. ঢাকাভিত্তিক সংস্থা
  3. প্যারিসভিত্তিক সংস্থা
  4. বার্লিনভিত্তিক সংস্থা

245. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ?

  1. ইন্দোনেশিয়া
  2. ইরাক
  3. থাইল্যান্ড
  4. ফিলিপাইন

246. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?

  1. লর্ড ক্লাইভ
  2. মি. জে এইচ বি হেলেন
  3. লর্ড লিনলিথগো
  4. ওয়ারেন হেস্টিংস

247. আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়-

  1. ৫ সেপ্টম্বর
  2. ১৫ সেপ্টম্বর
  3. ৫ অক্টোবর
  4. ১৫ অক্টোবর

248. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

  1. কায়রো চুক্তি
  2. দামেস্ক চুক্তি
  3. আলজিয়ার্স চুক্তি
  4. বৈরুত চুক্তি

249. ২০১০ সালে জাতিসংঘ মহাসচিব যুদ্ধাপরাধ বিষয়ে প্যানেল গঠন করে কোন দেশের বিরুদ্ধে?

  1. সিরিয়া
  2. বাংলাদেশ
  3. ভারত
  4. শ্রীলংকা

250. স্বাধীন রাজ্য কাশ্মীরের মহারাজা থেকে ব্রিটিশ সরকার কাশ্মিরের কিছু জায়গা ৬০ বছরের জন্য ১৯৩৫ সালে লিজ নেয়, লিজ সময় শেষ হওয়ার পূর্বে ভারত ভাগ ও স্বাধীন হয়ে গেলে লিজকৃত জায়গাটি আর কাশ্মির মহারাজা’কে ফিরিয়ে দেয়া হয়নি; কাশ্মিরের লিজকৃত সেই জায়গাটির নাম কি এবং এটি বর্তমানে কোন দেশের অন্তর্ভূক্ত?

  1. হিন্দুকুশ পাকিস্তান
  2. আকসাই চিন চায়না
  3. কারগিল ভারত
  4. গিলগিত-বালতিস্তান পাকিস্তান

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline